চাকরিহারা শিক্ষাকর্মীদের কী হবে? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টের রায়ে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে যেতে পারবেন চাকরিহারা শিক্ষক শিক্ষকারা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে বাড়ল নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমাও। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তবে, শিক্ষাকর্মীদের জন্য কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। তাঁদের ক্ষেত্রে আগের রায়ই বহাল থাকবে। অর্থাৎ তাঁদের চাকরি বাতিলই থাকছে। সুপ্রিম কোর্ট মনে করেছে , সব থেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে। সেই কারণে আপাতত তাঁদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি।

শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শিক্ষাকর্মীদের বিষয়টি নিয়ে তিনি বড় কোনও মন্তব্য করেননি। তাঁদের কী হবে এটা নিয়ে সেভাবে কোনও রাজনৈতিক দলও ভাবছে না বলেই মনে করছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। এবার তাই সরকারের কাছে নিজেরা পৌঁছতে চাইছেন। শুক্রবার দাবিদাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাবেন শিক্ষাকর্মীরা।

শুক্রবার বেলা ১টা নাগাদ পার্ক সার্কাসে জমায়েত করবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। যারা নিজেদের যোগ্য বলেই দাবি করছেন। সংখ্যা ৪ হাজার মতো। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাবেন তাঁরা। যদিও শুক্রবার গুড ফ্লাইডে সরকারি ছুটি। তাই শিক্ষামন্ত্রীর দেখা পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষাকর্মী সুদীপ কোনার বলেন,’আমাদের নিয়ে কেউ কথা বলছেন না। আমরা শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব। তার আগে জমায়েত হবে পার্ক সার্কাসে।’

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সুপ্রিম রায়ে আপাতত স্বস্তি এসেছে। তিনি এটাও জানিয়েছেন, এই বছরের মধ্যেই চাকরিহারাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। শিক্ষক ও শিক্ষিকারা স্কুলে যেতে পারলেও শিক্ষাকর্মীরা যেতে পারবেন না। এনিয়ে মমতা বলেন, ‘আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করে কেউ ফাঁদে পা দেবেন না। নিশ্চয় পথ খুঁজে বের করা হবে। সরকারের উপরে ভরসা রাখুন। কেউ প্ররোচনায় পা দেবেন না।’

আরও পড়ুন:- জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন