চাকরি ও ব্যবসার সমস্যা দূর করতে চান ? দেবীপক্ষে মেনে চলুন কিছু নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চাকরি ও ব্যবসার সমস্যা দূর করতে চান ? আর কিছুদিনের অপেক্ষা তারপর শুরু হয়ে যেতে চলেছে বাঙালির প্রাণের দুর্গাপূজা। করোনা মহামারীর সমস্ত চিন্তা কে দূরে সরিয়ে রেখে আপামর বাঙালি মেতে উঠবে আনন্দ উৎসবে। হিন্দি বলয়ের রাজ্য গুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নবরাত্রি। এই পুন্য লগ্নে দেবী মা ব্রহ্মচারিণী কে উপাসনা, তপস্যা, শক্তি, পূণ্য, ত্যাগ, আত্ম নিয়ন্ত্রণের কারণ হিসেবে বর্ণনা করা হয়। তার সাথে মা ব্রহ্মচারিণী ধ্বংস করেন শত্রুদের। সমস্ত অশুভ শক্তি দূর করে দিয়ে মানুষের জীবনে সুখ বয়ে আসে।

meditation-zen-chan-yoga

যদি কোন জাতক অথবা জাতিকার ক্ষেত্রে মঙ্গল অশুভ থাকে, তাহলে তিনি বদ মেজাজি হন ও রাগের কারণে অনেক সময় সেই ব্যক্তি নিজেকে আহত করে দেয়। মঙ্গল অশুভ হবার মানুষের জীবনে নেমে আসে বিভিন্ন দুর্দশা। যেমন আইনি জটিলতা এবং মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রতিটি কাজের ক্ষেত্রে বাধা অশুভ মঙ্গল চাকরি পরিবর্তন আনতে পারে। চাকরিতে চলে যাওয়ার ঝুঁকি থাকে শুধুমাত্র চাকরি নয় সেই ব্যাক্তির ব্যবসায় বিশাল ক্ষতি করতে পারে ও পড়াশোনা তে বাধা সৃষ্টি হতে পারে।

 আরো পড়ুন :- ঠাকুর ঘরে কিছু ভুল কাজ করবেন না , জীবনে হতে পারে সমস্যা

তাদের উচিত দেবীপক্ষে মা ব্রহ্মচারিণীর পুজো করা। মা ব্রহ্মচারিণী কে যদি আপনি পুজো উৎসর্গ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ এবং দুর্দশা দূর হয়ে যাবে। মা ব্রহ্মচারিণী পরিচ্ছনতা বেশি পছন্দ করেন। তাই পুজো করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ করে নজর দেবেন।

Highlights

1. চাকরি ও ব্যবসার সমস্যা দূর করতে চান ?

2. দেবীপক্ষে মা ব্রহ্মচারিণীর পুজো করা

#মা ব্রহ্মচারিণীর #Durga

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন