চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, খুব শীঘ্রই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে TCS

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর! ফের বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করছে দেশের নামি আইটি সংস্থা TCS। 2025 আর্থিক বছরে 42 হাজার ফ্রেশার নিয়েছিল টাটার এই সংস্থা। এবার 2026 অর্থবর্ষেও সমপরিমাণ ফেশার বা অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

TCS-এ বিপুল নিয়োগ :

সম্প্রতি, সংস্থার প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ জানিয়েছেন, 2025 আর্থিক বছরে 42 হাজার ফ্রেশার চাকরিপ্রার্থীদের নিয়োগ করেছি আমরা। 2026 অর্ধবর্ষেও 42 হাজার বা তার বেশি চাকরিপ্রার্থী নিয়োগ করবে TCS।

কর্মী ছাঁটাইয়ের হার বেড়েছে!

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, চতুর্থ ক্রাইমাসিকে TCS-র কর্মী ছাঁটাইয়ের হার গত বছরের হিসেবকেও ছাড়িয়ে গিয়েছে। জানা যাচ্ছে, গতবারের 13 শতাংশ কর্মী ছাঁটাইয়ের হার বেড়ে 13.3 শতাংশ হয়েছে। যদিও TCS জানিয়েছে, বার্ষিক কর্মী ছাঁটাই 130 বেসিস পয়েন্ট কমেছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন