চাকরি ফেরত পাওয়া নিয়ে যোগ্য প্রার্থীদের ভরসা দিলেন মমতা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দুর্নীতির অভিযোগে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর জেরে চাকরি গিয়েছে 25 হাজার 735 জনের। আজ বেলা 12.15 মিনিট নাগাদ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে রবিবার রাত থেকে ধর্মতলার শহিদ মিনারের সামনে জমায়েত হয়েছিলেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী ৷ আর ‘মমতাময়ী’ বার্তার অপেক্ষায় চাকরিহারা ‘শিক্ষক’রা ৷

12:08 PM, 7 Apr 2025 (IST)

মমতার বৈঠকের পাল্টা বিধানসভা চত্বরে বিক্ষোভে বিজেপি বিধায়করা

মমতার বৈঠকের পাল্টা বিধানসভা চত্বরে বিক্ষোভে বিজেপি বিধায়করা ৷ ‘চোর’ লেখা কালো প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ঢোল বাজিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা ৷ মতাতে কটাক্ষ শুভেন্দুর ৷ তিনি বলেন,আমিই সব ৷ আমি মুখ্যমন্ত্রী, আমি প্রধান বিচারপতি ৷ তার খেসারত আজ দিতে হচ্ছে ৷ অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে ৷ টাকা তুলেছে ভাইপো ৷ 73 মিনিটের ভয়েস রেকর্ডে কালীঘাটের কাকু 73বার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলেছেন ৷ যিনি মিটিং করছে তিনি মুখ্যমন্ত্রী না ৷ তিনি তৃণমূল নেত্রী হিসাবে মিটিং করছেন ৷ কাদাপাড়া তৃণমূল পার্টি অফিস থেকে পাস ইস্যু করা হয়েছিল ৷ তৃণমূলের কর্মীদের নিয়ে মিটিং করছেন ৷ ইনি মানবিক হলে 26 হাজার চাকরিহারাদের নিয়ে মিটিং করতেন ৷

11:59 AM, 7 Apr 2025 (IST)

মুখ্যমন্ত্রীকে তাঁদের কথা জানাচ্ছেন চাকরিহারারা

ডিপ্রাইব টিচার সংগঠনের কনভেনর সঙ্গীতা বলেন, আমাদের জীবন ও জীবীকা সংশয়ের মুখে ৷ আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষিকা ছিলাম ৷ সিবিআই তদন্ত হচ্ছে, তারপরও আমরা যোগ্য তারা জানাতে পারলেন না ৷ এর জন্য আমরা দায়ী নই ৷ প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি চলে গিয়েছে ৷ সামনের মাসে আমরা কী খাব জানি না ৷ আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তারপরও এই অবস্থা ৷ ছাত্রছাত্রীদের কী হবে ? শাস্তিটা কাদের দেওয়া হল ? আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, আমাদের ন্যায়বিচার দিন ৷ আমি সুবিচার চাই ৷

আরও পড়ুন:- নকল ওষুধ রুখতে বড়সড় পদক্ষেপ রাজ্যের। জানতে বিস্তারিত পড়ুন

11:54 AM, 7 Apr 2025 (IST)

নেতাজি ইন্ডোরে মমতার সঙ্গে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শুরু

নেতাজি ইন্ডোরের মুখ্যমন্ত্রীকে বলছেন চাকরিহারাদের প্রতিনিধিরা ৷ নিজেদের অবস্থার কথা জানাচ্ছেন তাঁরা ৷ এর মধ্যে বাইরে চলছে তুমুল বিক্ষোভ ৷ এর জেরে ভাঙল ব্যাডিকেড ৷

11:36 AM, 7 Apr 2025 (IST)

নেতাজি ইন্ডোরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে বিশৃঙ্খলা। বৈঠকের আগে চাকরিহারাদের মধ্যেই হাতাহাতি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত হিমশিম খায় পুলিশ ৷ ভুয়ো পাস তোলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷

MAMATA MEETS JOBLESS TEACHERS

বাইরে তুমুল বিক্ষোভে ভাঙল ব্যারিকেড

 

11:35 AM, 7 Apr 2025 (IST)

নামল ব়্যাফ, ইন্ডোরের সামনে কড়ু পুলিশি প্রহরা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত নামালো হল র‌্যাফ ৷ নেতাজি ইন্ডোরের সামনে কড়া পুলিশি প্রহরা। পুলিশের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন।

MAMATA MEETS JOBLESS TEACHERS

বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ 

 

9:32 AM, 7 Apr 2025 (IST)

বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে রণক্ষেত্র

সোমবার সকাল বৈঠকে যোগ দিতে নেতাজি ইন্ডোরে জড়ো হয়েছেন চাকরিহারাদের একাংশ ৷ এই বৈঠকে যাকে কোনও ‘অযোগ্য’ চাকরিহারা উপস্থিত না-থাকে, সেই বিষয়েও পদক্ষেপ করেছেন তাঁকা। ব্যবস্থা করা হয়েছে পাসের । এদের অনেকের অভিযোগ, তাঁদের ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, ‘পাস’ বিক্রি হয়ে যাচ্ছে বলেও অভিযোগ ৷

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন