চাকরি হারাদের আজ কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী ? নজরে বৈঠক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সদ্য চকরিহারা শিক্ষকরা ৷ কিন্তু বৈঠকেরবসার আগেই মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা কি দাবি তুলে ধরবেন, তা জানিয়ে দিলেন যোগ্য শিক্ষকরা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রাখলেন চাকরিহারারা ৷

রবিবার সাংবাদিক বৈঠক করে গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা। চাকরি ফেরানো না-হলে চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন বলেও পরিষ্কার জানিয়ে দেন তাঁরা ৷ চাকরিহারা শিক্ষক চিন্ময় বলেন, “সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে আমরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাব। কীভাবে হবে জানি না। কিন্তু এতদিন আমরা যেভাবে চাকরিতে বহাল ছিলাম। সেভাবে আমরা আমাদের চাকরি ফিরে পেতে পাই । 60 বছর পর্যন্ত যেন সসম্মানে আমরা চাকরি করে যেতে পারি।”

 

 

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সদ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও । বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় 26 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাঁদের মধ্যে বহু শিক্ষক রয়েছেন যোগ্য। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছেন তাঁরাও । এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনীতির মাঠে নেমেছে বিরোধীরা ৷ রাজ্যের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাঁরা ৷ একই সঙ্গে যোগ্য শিক্ষকদের দাবি, কেন যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারল না শীর্ষ আদালত ? এই দায় কার ? সেই প্রশ্নই উঠছে বারবার। এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক চিন্ময় বলেন, “সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করেছে। তাহলে আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন আপনারা একসঙ্গে বসে সর্বদলীয় বৈঠক করুন। সুরক্ষা করতে না-পারলে আমরা গণ আত্মহত্যা করব।”

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

Mamata to meet jobless Teachers

রবিবার রাতে মুখ্যমন্ত্রীর সভার জন্য বিশেষ পাস তুলছেন চাকরিহারারা 

 

অন্যদিকে, সোমবারের বৈঠকে যাতে কোন অযোগ্য শিক্ষক উপস্থিত না-থাকে, সেই বিষয়েও পদক্ষেপ নিয়েছেন সদ্য চাকরিহারার। ব্যবস্থা করা হয়েছে পাসের । সেই পাস দেখালেই একমাত্র প্রবেশ করা যাবে মুখ্যমন্ত্রীর বৈঠকের। চিন্ময় বলেন, “আমরা শুনছি সোমবারের বৈঠকে অযোগ্যরাও অংশ নিতে পারেন। সেই কারণেই আমাদের তরফ থেকে পাস দেওয়া হচ্ছে । তারপরেও যদি আমরা দেখি বৈঠকে একজনও অযোগ্য উপস্থিত রয়েছে, তাহলে ওখানেই আমার ঝামেলা শুরু করব। ওই বৈঠক আমরা বয়কট করব ৷”

রবিবার সন্ধ্যায় শহিদ মিনারের পাদদেশের বিক্ষোভমঞ্চ থেকে শিক্ষকদের ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ 2016’ জানিয়ে দেওয়া হয়, তাঁরা মুখ্যমন্ত্রীর সভায় যাবে। সেখানে রাজ্যের প্রসাশনিক প্রধানের কাছে বিচার চাইবেন।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন