Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মূক-বধির শিশুকে বলি দেওয়ার চেষ্টা গড়বেতায়। বছর চারেকের বাচ্চাকে সিঁদুর মাখিয়ে রাখা হয়েছিল। অনুমান, রাতে বলি দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছিল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-3 নম্বর ব্লকে ৷
ঘটনায় প্রথমে অভিযুক্ত-সহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের মধ্যে থেকে একজনকে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ৷ ওই এলাকাতেই তাঁর বাড়ি বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটি। ধৃত দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছে। বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত যুবকের কার্যকলাপের উপর নজর রাখছিলেন স্থানীয়রা । পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় । বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, তাও জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শিশুটির বাবা পেশায় বাদ্যযন্ত্রের কারিগর। মা গৃহবধূ। জন্মানোর পর থেকেই শিশুটি ভালোভাবে কানে শুনতে পায় না, এছাড়া কথাও বলতে পারে না বলে পরিবারের দাবি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
শনিবার দুপুরের খাওয়ার পর শিশুটি ঘরের ভিতরেই শুয়ে ছিল। আচমকা তার খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও বাচ্চাটিকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করতেই দেখা যায়, একটি বন্ধ ঘরের জানলায় বসে আছে শিশুটি। তার সারা শরীরে সিঁদুর মাখা। প্রতিবেশীরা দ্রুত ওই মূক ও বধির শিশুটিকে উদ্ধার করেন।
এই নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে শিশুটিকে নিয়ে আসার কথা স্বীকার করে। এরপর পালানোর চেষ্টা করতেই স্থানীয়রা তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছয় । অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের আটক করে পুলিশ। সন্ধ্যায় টানা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশের বক্তব্য :
এ বিষয়ে চন্দ্রকোনা থানার আইসি রাজেশ পারুয়া বলেন, “এরকম একটা ঘটনা ঘটেছে ৷ আমরা কয়েকজনকে পাকড়াও করেছি । তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা একজনকে গ্রেফতার করেছি। পুরোটা তদন্ত চলছে ৷ এর বেশি কিছুই বলতে পারব না।”
শিশুটির পরিবারের বক্তব্য :
শিশুটির মা বলেন,”এর আগে ওই অভিযুক্ত দু’জনকে নরবলি দিয়েছে বলে আমরা খবর পেয়েছি। আজ যেহেতু অমাবস্যা তাই এই বলি দেওয়ার তোড়জোড় করছিল ।”
ছেলেটির বাবার কথায়, “বেশ কিছুদিন ধরেই ওকে সন্দেহ হত। একজনের কাছ থেকে ও নাকি তন্ত্রবিদ্যা শিখছিল। আর কিছু সময় দেরি হলে হয়ত আমার ছেলেকে আর ফিরে পেতাম না। ওর কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”
বিজ্ঞান মঞ্চের বক্তব্য :
বিষয়টি নিয়ে বিজ্ঞান মঞ্চের সহ-সভাপতি বাবুলাল শাসমল বলেন, “একবিংশ শতাব্দীতে এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ৷”
আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস
আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস