চাঞ্চল্যকর অভিযোগ। দাহ করার সার্টিফিকেট মিলছে মুদির দোকান থেকে, তাও আবার আন-অফিসিয়ালি,

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ যেন উলটপূরাণ। মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা নিদেন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে সেই সার্টিফিকেট মিলছে মুদি খানার দোকান থেকে। বিনামূল্যে তো নয়ই, উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আন-অফিসিয়ালি ৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই দুর্নীতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হল সংবাদ মাধ্যমকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে, আন্দুল মহাশ্মশান কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তা আন্দুল বাজার মোড়ে জনৈক নিমাই সাধু খাঁর মুদিখানার দোকান থেকে দেওয়া হয়। এই নিয়ে নোটিশ লাগানো রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস ও  ওই দোকানে। আর এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন এলাকাবসীদের একাংশ। সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত দাহ করার সার্টিফিকেট দেওয়া হয় বলে জানানো হয়েছে নোটিশে।

 এই খবর করতে গেলে সংবাদমাধ্যমের উপর চড়াও হন পঞ্চায়েত প্রধান তাঞ্জিলা তরফদারের লোকজন। এমন ঘটনার নিন্দাপ্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল। অন্যদিকে, বিজেপি নেতা উমেশ‌ রাই এই ঘটনায় আশ্চর্যের কিছু নেই বলে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন