Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়ার বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।
তিনি মানুষকে সারা জীবন সুখে থাকার জন্য তিনটি জিনিসের কথা বলেছেন যা পালনের মাধ্যমে আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে। চলুন দেখে নেওয়া যাক আচার্য চাণক্য এই তিনটি জিনিস কি কি বলে গেছেন।
আরো পড়ুন :- চাণক্য নীতি : জীবনে সফল হতে চাইলে এই অভ্যাস গুলো ত্যাগ করুন
১. লোভ ত্যাগ করুন :- আমরা সকলেই জানি লোভ মানুষকে সুখ শান্তি থেকে দূরে সরিয়ে দেয় , কারণ মানুষ অল্পতে সন্তুষ্ট হননা। লোভ একজন মানুষকে অন্যের সাফল্যের প্রতি ঈর্ষা এনে দেয়। লোভ মানুষে সু-বুদ্ধি ত্যাগ করায়। চাণক্যের মতে কোনো মানুষ যদি জীবনে সুখ সমৃদ্ধি চায় তবে তাকে লোভ ত্যাগ করা উচিত।
২. নিন্দা করা বন্ধ করুন :- অন্য মানুষের নিন্দা করা একটি খারাপ অভ্যাস। আর কোনো খারাপ অভ্যাস দিনকে দিন বৃদ্ধি পায়। এতে আপনার কর্ম জীবনে বিশেষ ক্ষতি হতে পারে। যার ফলে আপনার কর্ম জীবনে সফলতা আসে না।
৩. অন্যকে ক্ষমা করতে শিখুন :- যেই ব্যাক্তি অন্য মানুষকে ক্ষমা করতে শেখে তিনি জীবনের সকল দুঃখ , কষ্ট থেকে মুক্তি পায়। যে কোনো মানুষের ক্ষমা একটা মহান গুন। ক্ষমা কোনো মানুষকে মহান করে তোলে ও অন্যের কাছে অনুপ্রেরণার কাজ করে। চাণক্য বলেছেন লোককে ক্ষমা করতে শিখুন , এতে নিজের মধ্যের কষ্ট ও দুঃখ দূর হবে। ফলে জীবনে আসবে সুখ ও শান্তি।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চাণক্যের মতে , বন্ধু করবার আগে এই বিষয় গুলি মাথায় রাখুন , নয়তো ঠকতে হবে