চাণক্য নীতি : চাণক্যের মতে এই গোপন বিষয় গুলি কখনোই কারো কাছে বলা উচিত নয়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia  , অজয় দাস :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন। কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

পন্ডিত চাণক্য মানুষের সুখী জীবনের জন্য বিভিন্ন কথা বলে গেছেন। আর এই সুখী জীবন পালনের জন্য মানুষের কিছু গোপন কথা কখনো কউকে বলতে মানা করেছেন। এতে নিজেরই ক্ষতি হতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক পন্ডিত চাণক্য কোন গোপন কথা গুলি কউকে বলতে মানা করেছেন।

আরো পড়ুন :- গীতার এই উপদেশ মেনে চলুন , দূরে থাকবে সমস্যা , জীবনে আসবে শান্তি

পন্ডিত চাণক্যের মতে , কোনো মানুষকে নিজের সমস্যার কথা কউকে বলা উচিত নয়। কারণ বেশির ভাগ মানুষই আপনার সমস্যা নিয়ে মজা করবে। তাই যে কউকে নিজের সমস্যার কথা না বলে নিজের খুব ঘনিষ্ট মানুষ তাদের কাছেই বলতে পারেন।

পন্ডিত চাণক্যের মতে , আপনি যদি কোনো দিন কোনো নির্বোধ ব্যাক্তির দ্বারা অপমানিত হন তবে সেই কথা কউকে বলবেন না। কারণ এই কথা কউকে বললে আপনার মান – সন্মান কমবে।

avilo home

পন্ডিত চাণক্যের মতে , নিজের আর্থিক ক্ষতির কথা কউকে না বলাই ভালো। শুধু মাত্র নিজের ঘনিষ্ট মানুষ ছাড়া। কারণ বাইরের কোনো মানুষকে বললে সে আপনার মজা উড়াতে পারে। এরই সাথে আপনার বদনাম করতে পারে। এমন সে নিজেও আপনাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে।

পন্ডিত চাণক্যের মতে , কোনো পুরুষের উচিত নয় তার স্ত্রীর ব্যাপারে অন্য মানুষের কাছে বদনাম করা। বা স্ত্রীর ব্যাপারে কোনো ভালো মন্দ বলা। এতে ওই ব্যাক্তি আপনার এই কথার মজা বানাতে পারে।

আরও পড়ুন :- চাণক্য নীতি : ধন-সম্পদের থেকেও এই তিন জিনিস অধিক মূল্যবান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন