চাণক্য নীতি : যে দেশে এই জিনিসের গুরুত্ব নেই , সেই দেশ বসবাসের অযোগ্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক। পন্ডিত চাণক্য মানুষের সুখের ভিত্তিতে কিছু বিধি বলে গেছেন যা আজও প্রাসঙ্গিক। চলুন দেখে নেওয়া যাক চাণক্যের মতে কোন প্রকার দেশ বা রাজ্যে বসবাস অযোগ্য।

আরো পড়ুন :- চানক্য নীতি : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সফলতার জন্য ৩ টি প্রধান চাবিকাঠি

১. কর্মসংস্থান :- প্রতিটি মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কর্মসংস্থানের। কর্ম মানুষের জীবনে অর্থ উপার্জনের প্রধান উৎস। তাই প্রতিটি ব্যাক্তির নিজে কর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তাই যেই দেশে বা রাজ্যে কর্ম আছে মানুষকে সেখানেই বসবাস করা উচিত।

২. মানসন্মান :- মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থেকে পাওয়া যায় মানসন্মান। যেই দেশের মানুষ শিক্ষা , গুরু , মাতা – পিতা , জ্ঞান ও কর্মের সন্মান করেন না সেই দেশে বসবাস করতে নেই। কারণ মানসন্মান ছাড়া মানুষের বেঁচে থাকা কঠিন।

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্য তার ব্যার্থতার মধ্যেই নিহিত

৩. শিক্ষা :- যে কোনো সমাজ ও দেশের উন্নতির জন্য শিক্ষা খুবই প্রয়োজনীয়। এমনকি কোনো মানুষ যদি পড়াশুনো না করে তবে তার আগত প্রজন্মের জন্য শিক্ষা দরকার আর শিক্ষাই মানুষকে অর্থ , কর্ম , মানসন্মান , উন্নতি প্রদান করতে পারে।

৪. আত্বিয় :- মানুষ একটা সামাজিক প্রাণী। মানুষ সমাজে বসবাস করে আর তার জন্য তাকে রীতিনীতি মেনে বসবাস করতে হয়। মানুষের বিভিন্ন সুখের ও দুঃখে নিজের পাশে তার আত্বিয়রাই থাকেন। আর যেই দেশে মানুষ আত্বিয়ের মতোন মিশতে পারে না। সেই দেশে বসবাস না করাই ভালো।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন