চাপের মুখে বিরাট ঘোষণা মমতার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্টার্ন, হাউস স্টাফদের বেতন ১০ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এক লপ্তে সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ছে ১৫,০০০ টাকা।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

সোমবার কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে সভার আয়োজন করা হয় রাজ্য়ের তরফে। সেই সভা মঞ্চ থেকেই রাজ্যের চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চিকিৎসকদের সভায় আরও একবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসকদের সভায় আরও কী কী বললেন মুখ্যমন্ত্রী? রইল একনজরে…
* চিকিৎসকদের রাজনৈতিক রং নেই।

*বাম সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হতো।

*হাজারটা ভালো কাজ করি, কেউ বলবে না। একটা খারাপ কাজ হলে অনেক কথা বলা হয়।

*চিকিৎসকরা মানবতার মুখ। একটু মানবিক হলে অনেক উপকার হয়।

*জেলা হাসপাতালগুলিকে বলব হঠাৎ করে রেফার করবেন না। কারণ কলকাতায় সামলানো অসুবিধা হয়ে যায়। কলকাতায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

*কিছু দুষ্টু লোক আছে, যারা কাজের কাজ করে না। তারা অকাজ করে।

*মামলার জেরে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ আটকে আছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন