চাপে পড়ে পহেলগাঁওকাণ্ডে ‘নিরপেক্ষ তদন্তে’ রাজি শরীফ, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাক সম্পর্কে উত্তেজনা ক্রমশ বাড়ছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্তে বিদ্ধ করেছে। যার মধ্যে একটি হল ভারতের সিন্ধু জল চুক্তি বাতিলের ঘোষণা। ভারতের এই সিদ্ধান্তে পায়ের তলার মাটি কেঁপেছে পাকিস্তানের? এবার নীরবতা ভেঙে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বলেন, “পাকিস্তানের জল কমলে বা অন্য দিকে সরানোর চেষ্টা করলে পাকিস্তান সর্ব শক্তি দিয়ে এর জবাব দেবে।” পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় “নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের” জন্য প্রস্তুত বলে দাবি করেন শরিফ।

শরিফ আরও বলেন, “আমরা যেকোনও দুঃসাহসের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এ ব্যাপারে কারওরই ভুল করা উচিত নয়। এটি ২৪ কোটি মানুষের দেশ, আমরা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর পিছনে দাঁড়িয়ে আছি। এই বার্তাটি স্পষ্ট হওয়া দরকার।”

পাক প্রধানমন্ত্রীর দাবি, শান্তি আমাদের অগ্রাধিকার। আমরা আমাদের সততা এবং নিরাপত্তার সঙ্গে কখনও আপস করব না।”

‘সিন্ধু নদী আমাদের…’
এর আগে পাকিস্তানি নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়েছিলেন, হয় সিন্ধু নদীতে জল প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত ​​প্রবাহিত হবে। সিন্ধু নদী আমাদের এবং আমাদেরই থাকবে।

সাখরে সিন্ধু নদীর তীরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, “আমি সিন্ধু নদীর কাছে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই যে সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই এবং আমাদেরই থাকবে। হয় আমাদের জল এই নদী থেকে প্রবাহিত হবে, নয়তো যারা আমাদের অংশ ছিনিয়ে নিতে চায় তাদের রক্তপাত হবে।”

বিলাওয়াল বলেন, শুধুমাত্র তাদের (ভারতের) জনসংখ্যা বেশি বলেই তারা সিদ্ধান্ত নিতে পারে না যে এটি কার জল। পাকিস্তানের জনগণ সাহসী এবং গর্বিত, আমরা সাহসের সঙ্গে লড়াই করব, সীমান্তে আমাদের সেনাবাহিনী প্রতিটি আক্রমণের জবাব দিতে প্রস্তুত।

নদি নিয়ে ডাকাতি গ্রহণযোগ্য নয়: বিলাওয়াল
বিলাওয়াল তাঁর বিবৃতিতে সিন্ধু নদীকে সমগ্র পাকিস্তানের একটি যৌথ ঐতিহ্য বলে অভিহিত করেছেন। দেশের জনগণের কাছে ঐক্যের আবেদন জানিয়েছেন। বলেছেন, আমাদের প্রতিটি পাকিস্তানি সিন্ধুর বার্তা গ্রহণ করবে। বিশ্বকে বলবে যে নদির ডাকাতি গ্রহণযোগ্য নয়। শত্রুর চোখ আমাদের জলের উপর, পুরো জাতিকে একসঙ্গে এর জবাব দিতে হবে।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন