চাপে মধ্যবিত্তরা ! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, ঘোষণা কেন্দ্রের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। সোমবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকার গ্যাসেরও দাম বেড়েছে। এতদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু ছিল ৫০০ টাকা। তা এবার ৫০ টাকা বেড়ে হল ৫৫০ টাকা। আর অন্যান্য রান্নার গ্যাসের দাম এতদিন ছিল ৮০৩ টাকা। সেই দাম হল ৮৫৩ টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতি দুই সপ্তাহ অন্তর এলপিজি গ্যাসের দাম পর্যালোচনা করবে কেন্দ্র।

আরও পড়ুন:-  ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন

একই সঙ্গে পেট্রল এবং ডিজেলের উপরেও প্রতি লিটারে ২ টাকা করে শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ফলে এক লিটার পেট্রলের শুল্ক হয়েছে ১৩ টাকা। এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। এই সংশোধিত আবগারি শুল্কও ৮ এপ্রিল থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন