চার দিন পরও খোঁজ নেই স্বামীর, পাঠানকোট যাচ্ছে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- মাঝে কেটে গিয়েছে চারদিন। এখনও ফেরেনি স্বামী। অগত্যা বাধ্য হয়ে রবিবার পাঠানকোটের (Pathankot Camp) উদ্দেশে রওনা দিচ্ছেন পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ-এর গোটা পরিবার।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

পঞ্জাবের (Panjab) ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড ছিলেন পূর্ণম কুমার সাউ। দেশের সীমানা পেরিয়ে যাওয়ার কারণে গত বুধবার তাঁকে আটক করেন পাক রেঞ্জার্স। তাঁকে আটক করার পর প্রকাশ্যে আসে দুটি ছবি। ব্যাস, ওইটুকুই! এরপর থেকেও তাঁর কোনও খবর প্রকাশ করেনি পাকিস্তান। যদিও তাঁকে ফেরাতে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করার দায়িত্ব নেয় ভারতীয় সেনাবাহিনী। কিন্তু পাক সেনাবাহিনীর তরফে কোনও আগ্রহ প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন

এদিকে স্বামীর খোঁজ না ভীষণ ভেঙে পড়েছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী দেবী। শুক্রবার রাতে পাঠানকোটে সেনা আধিকারিকের সঙ্গে কথা বলেন রজনী। তিনি রজনীকে সপরিবারে পাঠানকোট আসার জন্য সম্মতি দেন। তাঁর সম্মতি মিলতেই আগামীকাল তাঁরা রওনা দেবেন পাঠানকোটে। এদিন কান্না ভেজা গলায় রজনী দেবী বলেন, ‘এখন নিজের শরীরের কথা ভাবার সময় নেই। একটা লোক কী অবস্থায় আছে? খাওয়া-দাওয়া করছে কি না, ওঁর উপর কোনও অত্যাচার হচ্ছে কি না, কিছুই জানা যাচ্ছে না। আগে তো আমার স্বামীকে ফিরিয়ে আনি। তার পর নিজের কথা ভাববো।  প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কাছে আবেদন করব ওঁকে ফিরিয়ে আনার জন্য।’

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

পাশাপাশি পূর্ণমের মা বলেন, ‘ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক এটাই চাই। ছেলের কথা জানতে পারছি না। ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। অনেকটা সময় হয়ে গেল।’

আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন