Bangla News Dunia, Pallab : বিগত প্রায় চার মাস ধরে বাংলাদেশের (Bangladesh) জেলে বন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, বাংলাদেশে ইদের ছুটির পরই চিন্ময় কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলার শুনানি (Bail plea) হবে সেদেশের হাইকোর্টে (Bangladesh High Court)। রবিবার একথা জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত মামলাটি শুনবেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং মোহাম্মদ আলি রেজার বেঞ্চ। চিন্ময় কৃষ্ণের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন আগামী ২৩ এপ্রিল ধার্য করা হয়েছে। গত ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল চট্টগ্রামের আদালতে। কিন্তু সেদিন জামিনের আবেদন খারিজ হয়। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণকে জামিন কেন দেওয়া হচ্ছে না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। অবশেষে কারণ জানতে গত ৪ ফেব্রুয়ারি রুল জারি করে বাংলাদেশের হাইকোর্ট। মুহাম্মদ ইউনূসের সরকারের কাছে এ নিয়ে হলফনামা তলব করা হয়েছিল।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগ ওঠে হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এরপর গত ৩ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে শুনানি থাকলেও সেদিন কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময় কৃষ্ণের পক্ষের কোনও আইনজীবী উপস্থিত হননি। এরপর আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। কিন্তু সেদিনও জামিনের আবেদন খারিজ হয়। এরপরই বাংলাদেশের হাইকোর্টে জামিনের আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে