‘চিকনি চামেলি’ গান নিয়ে হঠাৎ আক্ষেপ করে বসলেন শ্রেয়া ঘোষাল, জানুন কি বললেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডে চটুল আইটেম গান নতুন নয়। বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু আইটেম গান থাকে, যা শুনলে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এই ধরনের গান নিয়ে বিতর্ক আগেও হয়েছে। কেউ কেউ বলে থাকেন, এই ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা অত্যন্ত আপত্তিকর। আর এরকমই একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলেছেন সেটা তাঁরই গাওয়া ‘চিকনি চামেলি’।

শ্রেয়া জানিয়েছেন তাঁর গাওয়া অগ্নিপথ সিনেমার চিকনি চামেলি গানটি নিয়ে তিনি লজ্জাবোধ করেন। বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গানটি গায়, তখন গায়িকার খুবই অস্বস্তি হয়। কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-এর সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন, ‘আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানোর মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা রয়েছে।’ শ্রেয়া বলেন, ‘আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে। গায়িকা বলেন, এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে, ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই তা গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভাল লাগে না তাদের গলায়। আমি এটা চাই না।’

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

শ্রেয়া আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হচ্ছি। কারণ আজকাল ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখি। শ্রেয়ার সাফ কথা, চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনও কখনও কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।’ গায়িকা জোর দিয়েছিলেন যে মহিলাদের সেক্সি বোধ করা ভুল নয় তবে পুরুষদের লেখা গানের কথাগুলি আরও ভাল হওয়া উচিত ছিল। ‘আমি কতটা সেক্সি তা নিয়ে খুশি হয়ে কথা বলা ভুল নয়। কিন্তু, এভাবে লিখবেন না। হতে পারে, যদি কোনও মহিলা এটি লিখতেন তবে তিনি এটি ভদ্রভাবে লিখতেন।’ সাধারণত শ্রেয়াকে নিয়ে বিতর্ক খুব একটা হয় না। কারণ, তিনি নিজের পোশাক থেকে শব্দ সবকিছুতেই সতর্ক থাকেন।

প্রসঙ্গত, হিন্দি সিনেমায় এই ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসাবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তাঁর যৌনতা নিয়ে সাহসীকতার সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন:- দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে

আরও পড়ুন:- অষ্টম শ্রেণী পাশে রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন