চিড়িয়াখানা থেকে ৩০০-র বেশি প্রাণী ‘উধাও’, জমি বেচে দেওয়ার ছক? তোলপাড় শহর কলকাতা।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা ঘিরে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। শহরভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ কলকাতা হাইকোর্টে মামলা করে জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে চিড়িয়াখানার প্রাণীসংখ্যা ছিল ৬৭২টি। কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেই সেই সংখ্যা নেমে আসে ৩৫১-এ। অর্থাৎ মাত্র এক রাতেই ৩২১টি প্রাণী ‘উধাও’!

দীর্ঘ ৩০ বছরের গরমিল
একটি সংবাদমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, ১৯৯৫-৯৬ সাল থেকে টানা ৩০ বছর ধরে চিড়িয়াখানার প্রাণীসংখ্যার বার্ষিক রিপোর্টে অসঙ্গতি দেখা গেছে। কখনও কয়েকটি, কখনও শতাধিক প্রাণী হঠাৎ কমে বা বেড়ে গেছে। এমনকি ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের ইনভেন্টরি রিপোর্ট জমা পড়েনি, যদিও তা বাধ্যতামূলক। এ বিষয়ে চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘ওই বিষয়টিতে আমাদের কাজ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।’

জমি বিক্রির অভিযোগ
এনজিও-র দাবি, প্রাণীসংখ্যা কমানোর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার ৩৪এ, বেলভেডিয়ার রোডের প্রায় ৩ একর জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য বিক্রির প্রক্রিয়া চলছে। অথচ এই জমিতেই রয়েছে চিড়িয়াখানার ভেটেরিনারি হাসপাতাল, রেসকিউ সেন্টার এবং পাবলিক অ্যাকোয়ারিয়াম।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন