Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা ঘিরে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। শহরভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ কলকাতা হাইকোর্টে মামলা করে জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে চিড়িয়াখানার প্রাণীসংখ্যা ছিল ৬৭২টি। কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেই সেই সংখ্যা নেমে আসে ৩৫১-এ। অর্থাৎ মাত্র এক রাতেই ৩২১টি প্রাণী ‘উধাও’!
দীর্ঘ ৩০ বছরের গরমিল
একটি সংবাদমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, ১৯৯৫-৯৬ সাল থেকে টানা ৩০ বছর ধরে চিড়িয়াখানার প্রাণীসংখ্যার বার্ষিক রিপোর্টে অসঙ্গতি দেখা গেছে। কখনও কয়েকটি, কখনও শতাধিক প্রাণী হঠাৎ কমে বা বেড়ে গেছে। এমনকি ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের ইনভেন্টরি রিপোর্ট জমা পড়েনি, যদিও তা বাধ্যতামূলক। এ বিষয়ে চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘ওই বিষয়টিতে আমাদের কাজ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।’
জমি বিক্রির অভিযোগ
এনজিও-র দাবি, প্রাণীসংখ্যা কমানোর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার ৩৪এ, বেলভেডিয়ার রোডের প্রায় ৩ একর জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য বিক্রির প্রক্রিয়া চলছে। অথচ এই জমিতেই রয়েছে চিড়িয়াখানার ভেটেরিনারি হাসপাতাল, রেসকিউ সেন্টার এবং পাবলিক অ্যাকোয়ারিয়াম।
এই অভিযোগের প্রসঙ্গ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জানা গেছে, জমির একাংশে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি এবং স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম ও কোয়ার্টারের অবস্থা ভালো না হলেও, সেই জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি মামলাকারীর।
আদালতের দৃষ্টি আকর্ষণ
গত মাসেই এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয় এবং দ্রুত শুনানির আবেদন করা হয়। মামলাকারীর বক্তব্য, ‘সুপ্রিম কোর্ট আগে এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল। তা অমান্য করে কীভাবে জমি বিক্রি করা হচ্ছে? ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।’
জাতীয় পর্যায়ে স্বচ্ছতার দাবি
দেশজুড়ে ১৫৭টি স্বীকৃত চিড়িয়াখানার মধ্যে আলিপুর অন্যতম। একসময় ‘লার্জ জু’ হিসেবে নথিভুক্ত থাকলেও প্রাণীসংখ্যা কমে যাওয়ায় এখন এটি ‘মিডিয়াম সাইজ জু’। প্রাণী নিখোঁজের এই অভিযোগে প্রশাসনিক অস্বচ্ছতা এবং সম্ভাব্য পাচারের ইঙ্গিত ঘিরে তোলপাড় শহর কলকাতা।
এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার, ২৪ জুলাই কলকাতা হাইকোর্টে। এনজিও-র দাবি, গত ১০ বছরের ইনভেন্টরি রিপোর্ট জমা দিতে এবং সমস্ত গরমিলের ব্যাখ্যা দিতে যেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দেয়। এখন নজর হাইকোর্টের রায়ের দিকে।
আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন
আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।