Bangla News Dunia, দীনেশ :- উৎপাদন শিল্পে চিনকে টেক্কা দিতে প্রোডাকশন-লিঙ্কড ইনিশিয়েটিভ বা পিএলআই প্রকল্প চালু করেছিল কেন্দ্র (India-China)। গত বাজেটে এই খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। এখন সেই প্রকল্পই বাতিল করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে সরকারের অন্দরে। তবে সুত্রের দাবি, পুরোপুরি বন্ধ না করে প্রকল্পের পরিসর কাটছাঁট করা হতে পারে। যদিও শুক্রবার পর্যন্ত এ ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
শিল্প উৎপাদন বাড়াতে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল, নির্দিষ্ট পণ্য উৎপাদনের উপর ভিত্তি করে সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা দেশে কারখানা সম্প্রসারণে উৎসাহিত হয়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পিএলআই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার অভিযোগ সামনে এসেছে। সূত্রটি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার পিএলআই প্রকল্পের পর্যালোচনা করছে এবং কিছু ক্ষেত্রে প্রকল্পের পরিসর কমিয়ে আনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও পিএলআই নিয়ে শিল্পসংস্থাগুলির মধ্যে উৎসাহ রয়েছে। গত ৪ বছরে ফক্সকন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ প্রায় ৭৫০টি সংস্থা প্রোডাকশন-লিঙ্কড ইনিশিয়েটিভ প্রকল্পে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। যে কারণে গত বাজেটে পিএলআই খাতে বরাদ্দ ১০৮ শতাংশ বৃদ্ধি করেছিল অর্থমন্ত্রক। সব দিক বিবেচনা করে আপাতত ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পিএলআই প্রকল্প চালিয়ে যেতে আগ্রহী কেন্দ্র।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
প্রকল্পটি বাতিলের কারণ হিসাবে অপর্যাপ্ত পরিকাঠামো, অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল এবং সরবরাহের অভাবকে দায়ী করা হচ্ছে। মূলত পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি, পরিকল্পনা এবং দক্ষতার অভাবের জেরে পিএলআই প্রকল্প সাফল্যের মুখ দেখছে না বলে মনে করছে সরকার। তাই এই প্রকল্পটির পরিপূরক হিসাবে বৈদ্যুতিন পণ্যের উৎপাদন বাড়াতে একটি নতুন প্রকল্পের রূপরেখা নিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা চলাচ্ছে অর্থমন্ত্রক।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন
করোনা-লকডাউন পরবর্তী সময়ে অনেক বিদেশি বহুজাতিক সংস্থা চিনে তাদের কারখানা সম্প্রসারণ স্থগিত রেখেছে। একইসঙ্গে চিনা সংস্থাগুলির উৎপাদনও ধাক্কা খেয়েছে। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে তাদের রপ্তানি কমেছে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে বিশ্বের উৎপাদন হাবে পরিণত করতে পিএলআই চালু করা হয়েছিল। এমন একটি প্রকল্পে রাশ টানার ভাবনাচিন্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।