Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সবাইকে চমকে দিলেন আমির খান ৷ 60 বছরের অভিনেতা প্রথমবার বান্ধবী গৌরী স্প্রাটের হাত ধরে হাজির হলেন কোনও পাবলিক অনুষ্ঠানে ৷ শনিবার চিনে ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে যোগ দিয়েছিলেন এই যুগল ৷
এদিন আমিরের পরনে ছিল ফ্যাশনেবল কালো কুর্তা-পায়জামা এবং কাঁধে একটি শাল জড়িয়ে ছিলেন তিনি । অন্যদিকে গৌরীকে দেখা গিয়েছে সাদা সিফন শাড়িতে ৷ যাতে সুন্দর ফুলের নকশা করা ছিল ৷ শুধু নিজেদের লুক নয়, একসঙ্গে উপস্থিতি নিয়েও চর্চায় ছিলেন তাঁরা ৷ কারণ ব্যক্তিগত জীবনকে বরাবর খুব গোপন রাখতে ভালোবাসেন বলিউডের ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ ৷
তবে গত মাসে তাঁর 60তম জন্মদিনে কোনও রাখডাক না রেখে প্রথমবার ভারতীয় মিডিয়ার সামনে নিয়ে আসেন বান্ধবীকে ৷ গৌরীকে পরিচয় করিয়ে দেন সকলের সঙ্গে । কিন্তু চিনের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার এই বলিউড কাপল আন্তর্জাতিক দর্শকদের সামনে পা রাখল । সেখানে দেশের প্রতিনিধিত্ব করতে দেখা যায় তাঁদের ৷ তাই আমির এবং গৌরী দু’জনেই সুন্দর ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক বেছে নিয়েছিলেন পরার জন্য ।
অনুষ্ঠান চলাকালীন আমির খানকে খুব আনন্দের সঙ্গে বান্ধবী গৌরী স্প্রাটকে চিনের বিখ্যাত অভিনেতা শেন তেং এবং মা লি’র সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা গিয়েছে । একটি ভিডিয়োতে তাঁদের চারজনকে হাসিমুখে ছবিও তুলতে দেখা গিয়েছে । সেই রাতের আরেকটি ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, আমির অনুষ্ঠানস্থলে এসে গৌরীর হাতটা আলতো করে ধরে ক্যামেরার দিকে নিয়ে এসে পোজ দেন এবং যুগল একে অপরের দিকে তাকিয়ে হাসেন । এই ছোট্ট আলাপচারিতা অনলাইনে অনেক অনুরাগীর মন জয় করে নিয়েছে ।
14 মার্চ তাঁর 60তম জন্মদিন উদযাপনের সময় আমির আনুষ্ঠানিকভাবে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন । সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমির বলেন, “আমি ভাবলাম তোমাদের সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়ার এটা একটা ভালো সুযোগ ৷ তাই ওকে নিয়ে এলাম ৷ এরপর থেকে তাহলে আর আমাদের নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখতে হবে না ৷ ও বেঙ্গালুরুর বাসিন্দা এবং আমরা একে অপরকে 25 বছর ধরে চিনি । কিন্তু আমরা সেই অর্থে মাত্র দেড় বছর একে ওপরের সঙ্গে যোগাযোগ রাখছি । ও ঘটনাক্রমে মুম্বইয়ে এসেছিল তখন আমাদের আবার দেখা হয় এবং ফের যোগাযোগ রাখতে শুরু করি ৷ সবকিছু স্বাভাবিকভাবেই ঘটেছে ।”
আরও পড়ুন:- টালিগঞ্জ-দমদম মেট্রো পরিষেবা বন্ধের আশঙ্কা, কবে থেকে? জেনে নিন