চিনে এসসিও সম্মেলনে (SCO Summit) ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে দাঁড়িয়ে মোদির সাফ কথা, সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি সম্মিলিত চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনও দ্বিচারিতা থাকতে পারে না।
সোমবার চিনের (China) তিয়ানজিন শহরে এসসিও সম্মেলন উপলক্ষ্যে ভারত, পাকিস্তান সহ ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়ে মোদি বলেন, ‘কোনও কোনও দেশ যেভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে, তা কি আমরা মেনে নিতে পারি?’। এর জন্য শুধু ভারত নয়, বিশ্বের ক্ষতি হচ্ছে।
পহেলাগাঁও হামলা (Pahangam Terror Attack) প্রসঙ্গে নমোর কথা, ‘পহেলাগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা শুধু ভারতের আত্মায় আঘাত নয়, সমস্ত দেশের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ, যারা মানবতায় বিশ্বাস রাখে।’ নমোর ভাষণের সময় উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শরিফও। এসসিও গোষ্ঠীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নমো। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের ভূমিকা ব্যাখ্যা করে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বের জায়গা নিয়েছে ভারত।’