Bangla News Dunia, দীনেশ :- বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের (New Bat Coronavirus) সন্ধান মিলল চিনে (China)। যা কোভিড-১৯-এর মতোই প্রাণীর থেকে মানবদেহে ছড়াতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে বিশ্বে। জানা গিয়েছে, নতুন এই ভাইরাসের নাম HKU5-CoV-2। ‘ব্যাটওম্যান’ নামে পরিচিত বিখ্যাত বিজ্ঞানী শি ঝেংলির নেতৃত্বে ভাইরোলজিস্টদের একটি দল এই নতুন ভাইরাস নিয়ে গবেষণা চালিয়েছিলেন।
আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?
চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক পরীক্ষায় এটি স্পষ্ট যে সার্স-কোভ-২-এর (SARS CoV-2) সঙ্গে মিল রয়েছে নতুন এই ভাইরাসটির। এটিও মানবদেহের কোষে প্রবেশ করে সংক্রমিত করার ক্ষমতা রাখে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে একাধিক করোনা ভাইরাস রয়েছে। কিন্তু এদের মধ্যে কয়েকটিই মাত্র মানুষকে সংক্রমিত করতে পারে।
আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সার্স-কোভ-২-এর তুলনায় এই নতুন ভাইরাস মানবদেহে দ্রুত প্রবেশ করতে পারে না। তাছাড়া মানবদেহে থাকা ACE2-এর সঙ্গে দ্রুত বন্ধন তৈরির ক্ষমতাও নেই এই নতুন ভাইরাসে। পাশাপাশি কোভিড মহামারির ধাক্কা পেরিয়ে আসার পর মানুষের শরীরে এই ধরনের ভাইরাসের সঙ্গে লড়ার জন্য ইমিউনিটি আরও শক্তিশালী হয়েছে। তাই বর্তমানে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও