Bangla News Dunia , অজয় দাস :- কাল গভীর রাতে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে। তাতে কিছুটা স্বস্তি দেখছে আন্তর্জাতিক সুরক্ষা বিশেষজ্ঞরা। কিন্তু তারই মধ্যে আবার চিন্তা বাড়াচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান এর মধ্যে শুরু হওয়া ঝামেলা। ইতি মধ্যেই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ এই দুই দেশকে সংযত থাকতে আহ্বান জানিয়েছে।
কিন্তু এরই মধ্যে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যা একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে দেখতে পাওয়া গেছিলো। তখন ও বিশ্বের শক্তিশালী দেশ গুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেছিলো। এইবার এই ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধের আবহে তারই ছাপ দেখতে পাওয়া যায়।
আরো পড়ুন :- এবার সরকারের রাডারে What’s App , টিকটকের মতো ব্যান হতে পারে ভারতে
একদিকে যেমন আমেরিকা ও তার ন্যাটো জোট , জাপান , ইসরায়েল , অস্ট্রেলিয়া , ভারত , দক্ষিণ কোরিয়া ও ইউরোপের শক্তিধর দেশ গুলি অপর দিকে রাশিয়া , চীন , পাকিস্তান , তুর্কি , ইরান , উত্তর কোরিয়া ইত্যাদি দেশ। তবে এই দুই শক্তির কেন্দ্রে থাকবে আমেরিকা ও রাশিয়া আর ভারতের সাথে রাশিয়ার ও আমেরিকার সম্পর্ক ভালো হবার কারণে ভারতই পারে এই যুদ্ধের আবহ তৈরী হলে তাকে শান্ত করতে।
এরই সাথে যুদ্ধের আবহ তৈরি হলেও ভারত বা রাশিয়া দুই দেশই চাইবেনা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে। কারণ ভারত যেমন রাশিয়াকে নিজের পরমমিত্র মনে করে তেমনই রাশিয়া ও ভারতকে নিজের পরমমিত্র মনে করে।
আরো পড়ুন :- অবশেষে যুদ্ধের অবসান !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এবার BBC ও Global Times – এর আদলে বিশ্ব দরবারে আসছে ভারতের সরকারি মিডিয়া !