চীনকে সরিয়ে ভারত মালয়েশিয়ার যুদ্ধাস্ত্রের বাজার একচেটিয়া দখল করতে প্রস্তুত 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :– আপনারা সকলেই জানেন ভারত ও মালয়েশিয়ার মধ্যে তেজস ফাইটার জেটের চুক্তি  প্রায় সম্পন্ন হয়ে গেছে , শেষ কিছু ফর্মালিটি বাকি রয়েছে। আর এরই সাথে ভারতের থেকে যে ১৮ টি তেজস ফাইটার জেট ক্রয় করবে মালয়েশিয়া তার দাম কত হবে এবং কিভাবে  মালয়েশিয়া ভারতকে পেমেন্ট  করবে তাও প্রায় ঠিক হয়ে গিয়েছে । আর মালয়েশিয়া ভারতের থেকে ১৮ টি তেজস ফাইটার জেটর জন্য চার বিলিয়ন মালয়েশিয়ান অর্থ দেবে। মালয়শিয়ান অর্থের নাম রিংগিট ( ringgit ). ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। ) 

আর মালয়েশিয়া এই চার বিলিয়ন মালয়েশিয়ান অর্থের অর্ধেক অর্থ ভারতকে ক্যাশ হিসাবে দেবে আর বাকি অর্ধেক অর্থের পামঅয়েল দেবে ভারতকে।

 

avilo home

 

তবে ভারতের ডিফেন্স সেক্টর থেকে এমন খবর বেরিয়ে আসছে যে ভারত মালয়েশিয়াকে এক বিরাট অফার দিতে চলেছে। মূলত ভারত তার নেক্সট  জেনারেশন ব্রাহ্মস মিসাইল মালয়েশিয়াকে অফার করতে চলেছে। আর আগে থেকেই মালয়েশিয়া ভারতের এই ব্রহ্মস মিসাইল ক্রয়ের জন্য ভারতের সাথে কথাবার্তা চালাচ্ছিল। কারণ সারা বিশ্বের প্রতিটি দেশেই জানে ভারতের এই ব্রহ্মস মিসাইল এর ক্ষমতা সম্পর্কে। মূলত মালয়েশিয়া ভারতের থেকে যেই ১৮টি তেজস ফাইটার জেট নেবে সেই ফাইটার জেটে ব্রাহ্মস মিসাইল লাগানো যাবে।

আরো পড়ুন :- আরো একবার বন্ধুত্বের পরিচয় দিলো ইজরায়েল। চীনকে জবাব দেবে ভারত

ভারত মালয়েশিয়ার যে যুদ্ধাস্ত্রের মার্কেট তা দখল করতে চাইছে । মূলত ভারত মালয়েশিয়ার কাছে এই ১৮টি তেজস বিক্রির সাথে সাথে মালয়েশিয়ার যে অস্ত্র মার্কেট তার উপরেও একাধিপত্ব তৈরি করতে চলেছে। কারণ এই তেজসঃ ফাইটার জেটে  লাগানোর জন্য যেই সকল মিসাইল দরকার সেই সকল মিশাইল ভারত মালয়েশিয়াকে  বিক্রি করতে চাইছে।

আর এরই সাথে ভারত মালয়েশিয়াকে রাডার সিস্টেম বিক্রি করতে চাইছে। অর্থাৎ ভারতের তেজসঃ ফাইটার জেটকে আরো শক্তিশালী করার জন্য যে সকল মিসাইল সিস্টেমের প্রয়োজন তার সবকিছুই মালয়েশিয়াকে দিতে যাচ্ছে অর্থাৎ একাধিপত্য  তৈরি করতে চাইছে ভারত মালয়েশিয়ার মধ্যে। এরই সাথে ভারতের এই তেজসঃ মালয়েশিয়ার বায়ু সেনা ও নৌসেনায় ব্যবহার করা যাবে।

আরো পড়ুন :- চিনের সাথে যুদ্ধে ভারতের অস্ত্র হতে চলেছে অ্যান্টি-রেডিয়েশন রুদ্রম-২ মিসাইল

আপনাদের জানিয়ে দিই , মালয়েশিয়ার সাথে চীনের সম্পর্ক মোটেই ভালো নয়।  কারণ চীন মালয়েশিয়ার যে সামুদ্রিক এলাকা রয়েছে তাও নিজের বলে দাবী করে।  এমনকি কয়েক মাস আগে চীনের ফাইটার জেট মালয়েশিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। যার ফলে চীনের সাথে মালয়েশিয়ার সম্পর্ক আরো খারাপ হয়েছে।

এমন কি চীনের কারণেই মালয়েশিয়া নিজের সামরিক শক্তি বৃদ্ধি করার ওপর জোর দিয়েছে। যার ফলে মনে করা হচ্ছে আগামী কয়েক বছরে মালয়েশিয়া তার সামরিক খাতে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে চলেছে। আর ভারত যদি মালয়েশিয়ার এই বিরাট বড় মার্কেট দখল করতে পারে তাহলে ভারতের ডিফেন্স সেক্টর অনেক এগিয়ে যাবে।

আরো পড়ুন :- S-400 এর থেকেও খতরনাক যুদ্ধাস্ত্র ভারতকে অফার করলে ইজরায়েল। 

আর এরই সাথে মালয়েশিয়াকে তেজস ফাইটার জেট বিক্রির মাধ্যমে দক্ষিণ চীন সাগরে চীনকে জবাব দিতে আরো এক দেশকে পাশে পাবে ভারত। কারন চীনের সাথে যুদ্ধ পরিস্থিতি মালয়েশিয়া সাহায্য পাবে ভারত’।

প্রিয় পাঠক ভারত সরকারের কি ব্রহ্মস মিসাইল এর মতন ভারতের তৈরী আরও খতরনাক মিসাইল মালয়েশিয়াকে বিক্রি করা উচিত ? আপনার মতামত নিচে কমেন্ট করুন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন