BBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্বকে স্তব্দ করে রেখেছে চীন থেকে উৎপত্তি হওয়া মহামারী করোনা। তার থেকে বাঁচতে লকডাউনে প্রায় সারা বিশ্ব। এই টানা লকডাউনে আর্থিক অবস্থা খুবই খারাপ দেশীয় ব্যাবসায়ীদের। দেশি শিল্পকে বাঁচাতে FDI এর নিয়ম বদল কেন্দ্রের মোদী সরকারের। এবার সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশী কোনো সংস্থা ভারতে বিনিয়োগ করতে পারবে না।
আরো পড়ুন :- ভারতকে স্যালুট জানলেন রাষ্ট্রসংঘের মহাসচিব
কারণ এই পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য রকম পরিকল্পনা করছিলো চীন। তার আগেই কড়া ব্যবস্থা নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই বিষয়ে কেন্দ্রের মোদী সরকারের প্রসংশা করেছেন রাহুল গান্ধী। বর্তমানে সারা দেশের জটিল পরিস্থিতির সুযোগ নিয়ে একাধিক সংস্থার শেয়ার কেনার চেষ্টা করছে চীনা সংস্থা গুলি। চলতি অর্থবর্ষে HDFC ব্যাঙ্কের শেয়ার কিনেছে পিপল ব্যাঙ্ক অফ চায়না। প্রায় ১.৭৫ কোটি শেয়ার চীনের হাতে। এই কাজে চীন সরকার তাদের সংস্থাগুলিকে সাহায্য করছে। সেক্ষেত্রে চীনা আগ্রাসন রুখতে দেশি বাজারকে বাঁচাতে বড়ো সিদ্ধান্ত নিলো মোদী সরকার বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।