ভারতের ব্রহ্মস মিসাইলকে ভয় পায় চীন ! স্বীকার করলো নিজেই

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , অজয় দাস :- ভারত ও রাশিয়ার যৌথ ভাবে তৈরী ব্রহ্মস মিসাইল একটি সুপার সনিক মিসাইল। একদিন আগেই ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( DRDO ) এর পক্ষ থেকে ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট খবর এসে ছিল। যেখানে  এই মিসাইলের ওজন প্রায় ১ টন কমিয়ে আনা হয়েছে তারই সাথে এর গতি আরো বৃদ্ধি করা হয়েছে বলে জানায় ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( DRDO )

এই মিসাইল এত গতি সম্পন্ন যে শত্রু দেশের মিসাইল ডিফেন্স সিস্টেমের রাডার ও একে ধরতে পারেনা। ফলে শত্রুর দেশে আক্রমণ করা খুবই সহজ হয়ে ওঠে। আর এখন এর ওজন কমানোর কারণে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটেও এই মিসাইল লাগানো যাবে। ফলে আরো শক্তিশালী হলো ভারতীয় সেনা। এছাড়া এই মিশিল জল , স্থল ও আকাশ তিন জাগা থেকেই নিক্ষেপ করা যায়।

ভারতের তরফ থেকে ঘোষণার হবার এক দিন পরেই চীনের থিঙ্কট্যাঙ্ক স্টেস্ট ইনফরমেশন অফ চাইনা ( State information of china ) ভারতের ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট বড় দাবি করে বলে , চীন এতো বড় সামরিক শক্তিধর দেশ হওয়া সত্তেও ভারতকে ঘেরার জন্য দুই দিক ব্যবহার করছে ১, চীনের ভূখণ্ড ২, পাকিস্তানের ভূখণ্ড। এই দুই দিক থেকে ভারতকে ঘিরেছে চীন।

আরো পড়ুন :- রাশিয়া ও চীন কাছাকাছি আসলে ভারতের লাভ না ক্ষতি ? দেখুন বিশ্লেষণ

কিন্তু ভারত চীনের এই ঘোরা বন্দিতে ভয় না পেয়ে চীনের প্রতি আক্রমণাত্মক রূপ ধারণ করছে। আর এর প্রধান কারণ ভারতের কাছে বিরাট পরিমান গোলা বারুদ ও ব্রহ্মস মিসাইল থাকা। চীনা থিঙ্কট্যাঙ্ক দাবি করে বর্তমানে ভারতের কাছে ১৪ হাজারের বেশি ব্রহ্মস মিসাইল রয়েছে আর তার ফলেই ভারত ভয় না পেয়ে চীনের প্রতি আক্রমণাত্মক রূপ ধারণ করছে। এছাড়াও ভারতের কাছে মিসাইলের বিরাট ভান্ডার রয়েছে যা ব্রহ্মস মিসাইল ছাড়াও অন্যান্য প্রায় ৮০ হাজারের বেশি মিসাইল রয়েছে।

চাইনিজ থিঙ্কট্যাঙ্কের দাবি ভারতে মোদী সরকার আসার পর থেকেই ভারত অতিরিক্ত পরিমান গোলা-বারুদ ও মিসাইল তৈরী করছে। যা ডোকলাম বিবাদের পর আরো বৃদ্ধি পেয়েছে। চাইনিজ থিঙ্কট্যাঙ্কের দাবি ভারত চীনের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মূলত ভারত সরকার রাফায়েল যুদ্ধ বিমান কিনেছে যুদ্ধ ক্ষেত্রে এই মিসাইল হামলার জন্যই। রাফায়েল অনেক দূর থেকেই মিসাইল হামলা করতে সক্ষম। আর ভারতের এই মিসাইল শক্তির জনক হলেন পূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এখন ভারতের উচিত এই মিসাইল ভিয়েতনামের কাছে বিক্রি করা। কারণ ভিয়েতনাম আগেই ভারতের কাছে এই মিসাইল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।

আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- চীনকে ট্রিলিয়ান ডলারের ঝাটকা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন