চীনের – মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করার স্যাটেলাইট ছবি আসলো সামনে। 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :–  আপনারা নিচে দেওয়া ছবিতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে দেখতে পাচ্ছেন। আর এই ছবিটি নেয়া হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। মূলত এই ছবিটি চীনের গোবি মরুভূমি ছবি। আরো একটি ছবিতে আরো একটি নাভেল ডেস্ট্রয়ার দেখতে পাওয়া যাচ্ছে । ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )

এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই নাভেল ডেস্ট্রয়ার ও এয়ারক্রাফট ক্যারিয়ার গোবি মরুভূমিতে কি করছে। কারণ এইগুলো তো সমুদ্রের জলে চলে , তবে গোবি মরুভূমিতে পৌঁছলো কিভাবে।

মূলত আপনি ছবিতে যেই নেবেল ডেস্ট্রয়ার ও এয়ারক্রাফট ক্যারিয়ার দেখতে পাচ্ছেন তা , আমেরিকার  তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ের রেপ্লিকা তৈরি করে চিন গোবি মরুভূমিতে নেবেল ডেস্ট্রয়ার ও এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করার অভ্যাস করছে।

avilo home

কারণ চীনের তাইওয়ান দখল করার মধ্যে প্রাচীর হয়ে রয়েছে আমেরিকার এই দুই যুদ্ধজাহাজ । কারণ আমেরিকার এই দুই যুদ্ধজাহাজ তাইওয়ানের সুরক্ষার জন্য আমেরিকা রেখে দিয়েছে তাইওয়ানের মধ্যে। যাতে করে চিন যদি তাইওয়ানের  উপর হামলা করে , তবে চীনের উপর হামলা করতে পারে আমেরিকা। আর এই দুই  যুদ্ধজাহাজে এত পরিমাণে ফাইটার জেট ও গোলাবারুদ রয়েছে যে চীনের সাথে দুই থেকে তিনদিন যুদ্ধ করতে পারবে আমেরিকা। আর দুই থেকে তিনদিন যুদ্ধ করতে পারলেই আমেরিকার যে মিত্র শক্তি রয়েছে যেমন ভারত-জাপান অস্ট্রেলিয়া ব্রিটেন ও ন্যাটো বাহিনীর  বিভিন্ন দেশ তারা চীনের উদ্দেশ্যে তাদের যে যুদ্ধজাহাজ , ফাইটার জেট , এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাতে পারবে। যাতে করে পরবর্তীকালে চীনকে যুদ্ধে হারানো যায়।

আরো পড়ুন :- প্রধানমন্ত্রী মোদিকে ইসরাইল থেকে ভোটে লড়তে বললেন নেফতালি বেনেট

তবে চীন জানে যদি দুই থেকে তিন দিনের আগেই অর্থাৎ আমেরিকার  মিত্র দেশ  সাহায্যের জন্য আসার আগেই আমেরিকার ২ যুদ্ধজাহাজকে ধ্বংস করা যায়। এমনকি তাইওয়ানের  উপর কব্জা করে নেওয়া যায়। তাহলে যুদ্ধে জেতা মুশকিল হয়ে যাবে আমেরিকার। তাই চীন এই গোবি মরুভূমিতে এই দুই যুদ্ধজাহাজের রেপ্লিকা বানিয়ে চীনের  যে মিসাইল রয়েছে। সেই মিসাইলের  মাধ্যমে কিভাবে এই যুদ্ধজাহাজকে ধ্বংস করা যায় তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।

আর চীনের এই পরিকল্পনা সামনে আসতেই মনে করা হচ্ছে যে ,চীন সামনেই কোন যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। আর তার জন্য ইতিমধ্যেই তৈরী হতে শুরু করেছে চীন। এমনকি কয়েক দিন আগেই চীন-ভারত সীমান্তে প্রায় ১০০ টি রকেট লঞ্চার স্থাপন করেছে । আর অন্যদিকে চীন আমেরিকার এই জঙ্গী জাহাজকে ডোবানোর জন্য প্র্যাকটিস করছে। যার ফলে বিশেষজ্ঞরা মনে করছে যে চীন কোন বড় পরিকল্পনা করছে যুদ্ধের জন্য।

আরো পড়ুন :- ভারত সরকার PLI স্কিমের মাধ্যমে বস্ত্র শিল্পে বাংলাদেশকে হারাতে চলেছে

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন