চীনের সঙ্গে বিবাদে ভারতের ভরসা ৮ বিমানপোত ,দেখে নিন কি কি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   বিশ্বের উচ্চতম এয়ারস্ট্রিপ দৌলৎবেগ ওল্ডি চীন সীমান্তের খুব কাছেই অবস্থিত। ভারত -চীন সীমান্তের দৈর্ঘ্য ৪০০০ কিমি যার মধ্যে  ৪ ভাগের ১ ভাগ পড়েছে অরুণাচলপ্রদেশে। কিন্তু এতদিন এই রাজ্যে বায়ুসেনার একটিও স্থায়ী ঘাঁটি ছিল না অথচ সঙ্গেই আছে চীন সীমান্ত। তাই দরকার বুঝে ২০০৯ সালে কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি অরুণাচলপ্রদেশের ৮ টি পুরানো এএলজি -কে কাজের উপযোগী করে তোলার ছাড়পত্র দেয় যাতে ১০০০ কোটি টাকা বরাদ্দ হয় এবং চীন সীমান্তের কাছে বিমান পৌঁছে যেতে পারে।

aircraft

এর মধ্যে গত বছর ৮ ম এএলজি -র কাজ শেষ হয়। এটির অবস্থান বিজয়নগরে যার ৩ দিকে মায়ানমারের সীমান্ত ,আর চীন সীমান্ত থেকে ১২০ কিমি দূরে। ওয়ালংয়ের এএলজি টি চীন সীমান্ত থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত।

অরুণাচলপ্রদেশে অবস্থিত ৮ টি বিমানপোত্  হল – তাওয়াং ,জিরো ,মেচুক ,তুতিং ,আলং ,পাসিঘাট ,ওয়ালং  এবং বিজয়নগর। তুতিং -এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ মাত্র ২০ কিমি দূরে আইটিবিপি পোস্ট। ৩ বছর আগে আপার সিয়াং জেলায় ঢুকে রাস্তা তৈরির কাজ শুরু করে দিয়েছিলো চীন। নজরদারির জন্য তুতিং এএলজি তাই খুব গুরুত্বপূর্ণ।

উত্তরবঙ্গের হাসিমারায় ফরাসি যুদ্ধবিমান রাফালের ঘাঁটি তৈরী হচ্ছে ,বাংলার পানাগড়ে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সি ১৩০ জে সুপার হারকিউলিসের ঘাঁটি বানানো হয়েছে। এইসব কিছুই চীনের কথা ভেবে। বিশেষজ্ঞদের মতে -প্রয়োজন মতো এই ৮ টি এএলজি -ই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Highlights 

১.  ভারত -চীন সীমান্তের দৈর্ঘ্য ৪০০০ কিমি যার মধ্যে  ৪ ভাগের ১ ভাগ পড়েছে অরুণাচলপ্রদেশে। 

২.  অরুণাচলপ্রদেশের ৮ টি বিমানপোতই ভারতের ভরসা। 

ভারত   #  অরুণাচলপ্রদেশ   #  8  ALG

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন