Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে অ্যাপল। চীনের উহান প্রদেশ থেকে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই সারা বিশ্বে চীনের অবস্থান যথেষ্ট নড়বড়ে হয়ে গেছে। পাশাপাশি, বিশ্বের প্রতিটি দেশের অসংখ্য নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে চীনের প্রতি। ইতিমধ্যে, ভারত এই সংক্রান্ত অভিযোগ তুলে চীনের সাথে বেশ কিছু বাণিজ্যিক চুক্তি খারিজ করেছে। ভারতে নিষিদ্ধ হয়ে গেছে বিভিন্ন চিনা অ্যাপের ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্রও এবার ভারতের পথই অনুসরণ করছে।
প্রসঙ্গত সারা বিশ্বজুড়ে চীনের বাণিজ্য ক্ষেত্র সম্প্রসারিত। কিন্তু চীনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে বিশ্বের বহু দেশ। ফলের ইতিমধ্যেই বহু দেশ চীনের সাথে বাণিজ্য চুক্তি খারিজ করছে। এজন্য, বিশ্বের বহু জনপ্রিয় কোম্পানি চীন থেকে তাদের ব্যবসা-বাণিজ্য তুলে নিয়ে ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে বিনিয়োগ করতে চাইছে। এর ফলে অবশ্য, আখেরে ভারতেরই লাভ হচ্ছে। পাশাপাশি, আগামী এক বছরে ৫৫ লক্ষ ভারতবাসীর কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে।
বর্তমান পরিস্থিতি বিচার করে, বিনিয়োগের দিক দিয়ে বিশ্বের তাবড় কোম্পানিগুলির ভরসা রয়েছে ভারতের উপর। সম্প্রতি চীন থেকে ব্যবসা সরিয়ে ভারতে বিনিয়োগ করছে বিশ্বের বৃহত্তম এবং জনপ্রিয় মোবাইল ফোন তৈরি সংস্থা “অ্যাপল”। “অ্যাপল”এর আইফোন ১১, আইফোন এস্ক-আরের মতো জনপ্রিয় ফোনগুলি এখন ভারতেই তৈরি হচ্ছে। অ্যাপল-র পাশাপাশি তাদের সহযোগী সংস্থাগুলিও ভারতে বিনিয়োগ করতে চাইছে। ফলে বাণিজ্য বাজারে চীনের প্রতি বিরূপতায়, ভারতে যথেষ্টই লাভ হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
Highlights
1. চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে অ্যাপল
2. আগামী এক বছরে ৫৫ লক্ষ ভারতবাসীর কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে
#অ্যাপল #India