Bangla News Dunia, Pallab : আমেরিকা ও চিনের শুল্ক যুদ্ধে ভারতের উপর কী প্রভাব পড়বে, তা নিয়েই চর্চায় ব্যস্ত আমজনতা । এসবের মাঝে কমিউনিস্ট পার্টি অফ চায়না (সিপিসি) বাংলা ও কেরলের দুই বামপন্থী নেতাকে সেদেশে যেতে অনুরোধ জানিয়েছে । তাঁদের আমন্ত্রণে ভারতের দুই বামপন্থী নেতা চিনে যাচ্ছেনও । একজন বাংলার থেকে । দ্বিতীয়জন কেরল থেকে ।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
শুক্রবার রাতে তাঁরা দু’জনে দিল্লি থেকে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সেখানে প্রায় এক সপ্তাহ ধরে সেখানকার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন । ঘুরবেন একাধিক রাজনৈতিক স্থান, যা নিয়ে বাংলার রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে । কারণ ওই দুই বামপন্থী নেতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(মার্কসবাদী) বা সিপিআইএমের নেতা যেমন এ রাজ্যের মহম্মদ সেলিম, বিমান বসু কিংবা স্বপন বন্দ্যোপাধ্যায় নন ।
তাঁরা হলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দুই শীর্ষ পদাধিকারী । একজন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন । তিনি কেরলের নেতা । অন্যজন, পশ্চিমবঙ্গের নেতা । সারা ভারত ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান তথা দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন