চুল টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হল গ্রেটাকে

By Bangla News Dunia Dinesh

Published on:

জেরুজালেম: মানবিক মানুষের চরম অমানবিকতার নিদর্শন। সেই অমানবিকতার শিকার হলেন গাজায় (Gaza) ত্রাণ সহায়তা দিতে যাওয়া আন্তর্জাতিক পরিবেশ ও জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)। অভিযোগ, ইজরায়েলি সেনা (Israeli army) বন্দি গ্রেটাকে ন্যূনতম সম্মানটুকুও দেয়নি।

গ্রেটা থুনবার্গকে আটক করে দুর্ব্যবহারের সঙ্গে চলেছে নির্যাতন। চুল টেনে ধরে মাটির ওপর দিয়ে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ইজরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করানো হয়েছে। মানবিক সহায়তা দিতে যাওয়া সুইডিশ তরুণীর ওপর এমন নির্মম আচরণের অভিযোগ করেছেন ইজরায়েলের হাত থেকে মুক্তি পাওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী। তাঁরা গাজা অভিমুখী থুনবার্গের ত্রাণ-জাহাজ ফ্লোটিলায় ছিলেন। অভিযোগ করেছে সুডেনের বিদেশমন্ত্রকও।

সুইডেনের বিদেশমন্ত্রক ই-মেলে জানিয়েছে, এক কর্মকর্তা যা জানিয়েছেন, তার নির্যাস হল গ্রেটাকে আটক করে রাখা হয় ছারপোকা ভর্তি একটি কক্ষে। তাঁকে যথেষ্ট খাবার দেওয়া হয়নি। পর্যাপ্ত জলটুকুও পাননি গ্রেটা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি উদ্ধৃত করে বলা হয়েছে, গ্রেটার জাহাজ মাঝপথে আটকে তাকে আটক করে ইজরায়েল। সুইডেনের এক এমপি জানিয়েছেন, আচমকা জাহাজ থামিয়ে পণবন্দি করা হয়েছিল গ্রেটাকে।

সূত্রের খবর, ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিদের মধ্যে ১৩৭ জনকে শনিবার তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন তুরস্কের নাগরিক। বাকিরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইৎজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডন সহ বিভিন্ন দেশের সমাজকর্মী বলে জানিয়েছেন তুরক্সের কর্মকর্তারা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন