Bangla News Dunia, Pallab : না কারণে চুল পড়ে।আজকাল জীবনযাপনের ধরন পাল্টে যাবার কারণে মানুষের চুল পড়ে যায়।অনেকে জানেন না হোমিওপ্যাথি বিজ্ঞানীরা চুল পড়ার অনেক ভাল ভাল ঔষধ আবিষ্কার করেছেন। ট্রাই করে দেখতে পারেন তবে নিজে নিজে ঔষুধ খাবেন না। কারন হোমিওপ্যাথি ঔষধ নিজে নিজে সেবন করতে হলে অর্গানন অব মেডিসিন, রোগীলিপি রেপার্টরী সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত
🌷যুবকদের দ্রুত চুল পড়ে গেলে ব্রাইটা কার্ব।
🌷চিরুনীর সাথে অতিরিক্ত চুল উঠলে ক্যালকেরিয়া ফস।
🌷টাইফয়েড রোগের মত অবসাদক রোগভোগের পর চুল পড়ে গেলে এসিড ফস।
🌷রক্তহীন রোগীদের চুল পড়লে ফেরাম ফস।
🌷খুসকী ও মাথার শুষ্কতার জন্য চুল পড়লে কেলি কার্ব।
🌷সন্তান প্রসবের পর চুল ঝরলে নেট্রাম মিউর।
🌷যৌনাঙ্গ, দাড়ি -গোফের কেশ ঝরলে,দাড়িতে টাক ধরলে সেলেনিয়াম।
🌷গর্ভকালে চুল পড়লে সিপিয়া।
🌷শিশুকে স্তন্যদান কালে চুল পড়লে কার্ব ভেজ।
🌷শৈশবে ফ্যাকাশে প্রকৃতির চুল গঁজালে লাইকোপোডিয়াম।
🌷স্তন্যদানকালে যৌনাঙ্গের চুল পড়লে নেট্রাম মিউর।
🌷কারণ জানা নেই চুল পড়ে অস্টিলেগো। তবে দীর্ঘদুন ব্যবহার করতে হবে।
🌷গোছা গোছা চুল পড়লে, পলকা দেহধারী হলে ফসফরাস।
🌷চুল ঝট পাকালে,আঁচালেও কাজ হয় নামার বোরাক্স।
🌷গরম একদম সইতে পারে না সেরকম রোগী হলে, চুলে ঝটা ধরলে এসিড ফ্লোর।
🌷চুলে ঝটা, চুলকানি,ও দুর্গন্ধ হলে সোরিনাম,সাথে খাই খাই ভাব।
🌷মাথায় চর্মরোগ, চুলকায় ,দূর্গন্ধ রস পড়ে ভিনকা মাইনর।
🌷চুলে ঝটা পড়ার কারসে হলে ঔষধ হল সার্সাপেরিলা, টিউবারকুলিনাম।
আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত
🌷পাতলা চুল,কম বয়সে চুল পাকলে, লম্বাদেহ ,দেহের শক্তিক্ষয়কারী ,শক্তি অপচয়ের ইতিহাস থাকলে এসিড ফস ।
🌷দীর্ঘস্থায়ীরোগ ভোগের পর চুল পাকলে ফসফরাস, নেট্রাম মিউর।
🌷থাইরয়েডগ্রন্থির বিঘ্ন কার্যক্রম জনিত চুল পাকায় থাইরয়ডিনাম।
🌷চুলের অকালপক্কতায় লাইকোপোডিয়াম উচ্চশক্তিতে একটি নির্দ্ধিষ্ঠ ঔষুধ।
🌷বায়োকেমিক সাইলিশিয়া প্রধান।