Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় ! আপনার বিভিন্ন কারণে ঝরে যেতে পারে চুল। জীবনে চলার পথে অতিরিক্ত চিন্তা , সঠিক পুষ্টির অভাব কিংবা ঠিক মতো ঘুমের অভাব পেটের সমস্যা নানা কারণে পড়ে যায় চুল। কিন্তু আপনি ঘরোয়া উপায়ে যত্ন নিলে বন্ধ হয়ে যাবে চুল পড়া।
আপনি যদি নিয়মিত ৭ ঘণ্টা ঘুমোন আর নিয়ম করে সুষম খাবার খান ও নিয়মিত শরীরচর্চা করেন তাহলে ভালো থাকবেন।
আরো পড়ুন :- হার দিয়ে IPL অভিযান শুরু KKR-র !
জেনে নিন ঘরোয়া উপায় গুলি —-
১. রোজ রাতে চুলে নারকেল তেল ম্যাসাজ করুন। ধীরে ধীরে ম্যাসাজ করবেন চুলের গোড়া থেকে উপর অবধি। পরদিন সকালে স্নানের সময় ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
২. অ্যালোভেরার পাতা থেকে জেলি সংগ্রহ করে লেই বানিয়ে নিন। তারপর চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করে দেখবেন চুল পড়া কমবে।
৩. ডিমের কুসুম ফেটিয়ে তাতে অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর সেই চুলে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৪. আপনি পারলে পেঁয়াজের রস চুলের গোড়ায় নিয়মিত ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করে। দেখবেন কমে যাবে চুল পড়া।
আরো পড়ুন :- গলা ব্যথা দূর করার কিছু ঘরোয়া উপায় ! বিস্তারিত পড়ুন
৫. রোজ একবার কিছুদিন অর্ধেকটি লেবুর রস অল্প অল্প করে চুলের গোড়ায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
এই সকল কিছু ঘরোয়া নিয়মে চুল পড়া কম করতে পারেন।
Highlights
1. চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় !
2. কিছু ঘরোয়া নিয়মে চুল পড়া কম করতে পারেন
#Hair #Tips #Health #Tips