Bangla News Dunia , Pallab : মঙ্গলবার বিকেল থেকে নিজের বাসভবনে পরপর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সন্ধ্যায় প্রথম বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। বৈঠকে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌ-বাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমর প্রীত সিং। মোট ৯০ মিনিট চলে বৈঠক। জানা গেছে, বৈঠকে সেনাবাহিনীর ক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করে পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষিতে প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদি। তিনি জানান, কবে, কখন, কীভাবে পদক্ষেপ করা হবে তা ঠিক করার স্বাধীনতা রয়েছে সেনাবাহিনীর।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
এই বৈঠকের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) সঙ্গে বৈঠক করেন তিনি। মূলত কাশ্মীর পরিস্থিতি নিয়েই শায়ের সঙ্গে কথা হয় বলে জানা গেছে। এরপরই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন আরএসএস (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohon Bhagwat)। মোহন ভাগবতের সঙ্গেও একান্তে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তবে এই বৈঠকের বিষয়বস্তু জানা যায়নি।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য