চেন্নাইয়ের কাছে হেরে কেন ‘বদনাম’ বাড়িয়ে নিল মুম্বই ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-আইপিএলের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচ হারের বিষয়ে এমনিতেই বদনাম রয়েছে তাঁদের ৷ রবিবার সিজন ওপেনারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সেই বদনাম আরেকটু বাড়িয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 2013 সাল থেকে শুরু করে 2025, টানা 13 বার আইপিএল ওপেনারে হারল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ রবিবার ‘আইপিএল ক্লাসিকো’য় মুম্বইকে চার উইকেটে হারাল চেন্নাই ৷

মজার বিষয় হল 2013, 2015, 2017, 2019 এবং 2020 ৷ যে পাঁচবছর আইপিএল খেতাব ঘরে এসেছে মুম্বইয়ের, সেই বছরগুলোতেও হেরেই শুরু করেছিল ‘পল্টন’রা ৷ ধারা বজায় রইল অষ্টাদশ মরশুমেও ৷ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ হয়ে রবিবার ম্য়াচ হারল মুম্বই ৷ হার্দিক পান্ডিয়া নির্বাসনের কারণে খেলতে পারেননি ৷ সিজন ওপেনারে এদিন তাই মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব ৷

আরও পড়ুন:- ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে UPS স্কিম, কারা পাচ্ছেন এই পেশনের সুবিধা? বিস্তারিত জানুন

প্রথমে ব্য়াট করে 20 ওভারে নয় উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ৷ সর্বাধিক 31 রান আসে তিলক বর্মার ব্যাটে ৷ 29 রান করে সূর্যকুমার আউট হন মহেন্দ্র সিং ধোনির দুর্ধর্ষ স্টাম্পিংয়ে ৷ চেন্নাইয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল আফগান স্পিনার নূর আহমেদ ৷ বাঁ-হাতি স্পিনার নেন চার উইকেট ৷ খলিল আহমেদের ঝুলিতে যায় তিন উইকেট ৷

জবাবে পাঁচ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় সিএসকে ৷ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 45 বলে 65 রানে অপরাজিত ওপেনার রাচিন রবীন্দ্র ৷ মারেন দু’টি চার ও চারটি ছয় ৷ অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় খেলেন 26 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস ৷ মারেন ছ’টি চার, তিনটি ছয় ৷ আইপিএল অভিষেকে তিন উইকেটে নজর কাড়েন মুম্বইয়ের ভিগনেশ পুথুর ৷ কিন্তু তা মুম্বইয়ের হার আটকাতে পারেনি ৷ 19.1 ওভারে ছয় উইকেট হারিয়ে 158 রান তুলে নেয় চেন্নাই ৷

আরও পড়ুন:- এই ৭ কারণেই AC-তে আগুন লাগে, বিস্ফোরণ এড়াতে জরুরি বিষয় জেনে রাখুন

আরও পড়ুন:- গিজার পিরামিড ঘিরে নতুন রহস্য ঘনীভূত। কি জানতে পারলেন গবেষকেরা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন