চৈত্রের শুরুতেই গরমের চোখরাঙানি, আজ কাল কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চৈত্রারম্ভে তাপপ্রবাহের পরিস্থিতি বঙ্গে। প্রাণান্তকর শুষ্ক গরমের পরিস্থিতি যা তাতে চৈত্রের শুরুতেই অস্বস্তি চরমে। আলিপুর আবহাত্তয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহ রাজ্যের ওপর দিয়ে বইছে। আর তা বিশেষত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বইবার কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

রঙের উৎসব গরমের অস্বস্তির মধ্যেই পালিত হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি হলেও বাকি জেলাগুলোতে অর্থাৎ পূর্বদিকের জেলাগুলিতে স্বস্তির পরিস্থিতি হবে এমন নয়। চৈত্রের শুরু থেকেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি পার। গ্রীষ্মের শুরুতেই এই পরিস্থিতিতে তাপের চোখরাঙানি অপেক্ষা করছে বলাই বাহুল্য।

আরও পড়ুন:- যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি রাশিয়া, তবে দিলেন কিছু শর্ত

বঙ্গে কোথায় তাপপ্রবাহের পরিস্থিতি ?

  • এদিকে, আজ থেকে পারদ চড়তে থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৷ সেই তালিকায় রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম।
  • আগামিকাল, রবিবার দক্ষিণবঙ্গের সবজেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকার পূর্বাভাস। বাদ যাবে না কলকাতাও।
  • 17 তারিখ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরে জারি বৃষ্টি

  • উত্তরবঙ্গের উপরের 5টি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে ৷
  • আজ, শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
  • আগামিকাল, 16 মার্চ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির হাত ধরে যে আরামদায়ক আবহ পাওয়া যাচ্ছিল তা ধীরে ধীরে উধাও হবে।
  • সোমবার থেকে বুধবার অর্থাৎ 17, 18, 19 মার্চ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। ফলে অস্বস্তিকর গরমে অনুভূতি বাড়বে।

শুক্রবার কলকাতা এবং তাপ আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে থাকবে

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন