Bangla News Dunia, Pallab : চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের মধ্যে কোন তারিখে ব্যাঙ্ক খোলা ? গ্রাহকদের মনে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সংশয় দূর করতে এপ্রিলের গোড়াতেই রাজ্যের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তালিকা অনুযায়ী, সংক্রান্তি এবং বাংলা নববর্ষ মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে মোট ছ’দিন ছুটি পাবেন বাংলার ব্যাঙ্ককর্মীরা।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। এ ছাড়া প্রতি রবিবার ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। এপ্রিলের সংক্রান্তি এবং পয়লা বৈশাখের সপ্তাহে টানা চার দিন ছুটি পাবেন তাঁরা। তার মধ্যে দু’দিন দ্বিতীয় শনিবার এবং রবিবার পড়ে গিয়েছে। কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই প্রতিবেদনে রইল তার হদিস।
এপ্রিলে ব্যাঙ্ককর্মীদের টানা চার দিন ছুটি শুরু হবে ১২ তারিখ থেকে। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরের দিন, অর্থাৎ ১৩ এপ্রিল রবিবার। ১৪ তারিখ চৈত্র সংক্রান্তি পালন করে আমবাঙালি। ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কর্মীরা সংক্রান্তির জন্য ছুটি পাবেন না। অম্বেডকর জয়ন্তীতে ছুটি পাবেন তাঁরা।
একই ভাবে ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরবর্তী ছুটি ১৮ এপ্রিল। ওই দিন দেশ জুড়ে পালিত হবে গুড ফ্রাইডে। এ ছাড়া এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের ১০ তারিখ মহাবীর জয়ন্তী থাকায় ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা জানিয়ে দিয়েছে আরবিআই।