চোখের বিভিন্ন সমস্যায় সেরা হোমিওপ্যাথিক_চিকিৎসা ! পাবেন দ্রুত মুক্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

eye

Bangla News Dunia, Pallab :  চোখ আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন কারণে চোখের নানা সমস্যা হতে পারে, যেমন- জ্বালা, চুলকানি, পানি পড়া, দৃষ্টি সমস্যা ইত্যাদি। হোমিওপ্যাথিতে চোখের সমস্যার জন্য কার্যকর কিছু ওষুধ রয়েছে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে সেবন করা উচিত নয়।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

১️⃣ Pulsatilla

🔹 চোখের যন্ত্রণার জন্য অন্যতম কার্যকর ওষুধ।
🔹 চোখ থেকে অহেজাকর, ঘন, হলদে ও সবুজাভ স্রাব নিঃসৃত হয়।
🔹 চুলকানি ও জ্বালা অনুভূতি থাকে।
🔹 অঞ্জনী (চোখের পাতায় শক্ত গুটি) হলে কাজে দেয়।
🔹 উষ্ণ রুমে সমস্যা বাড়ে, তবে খোলা বাতাসে স্বস্তি পাওয়া যায়।

2️⃣ Euphrasia

🔹 তীব্র নেত্রপ্রদাহে (Acute conjunctivitis) কার্যকর।
🔹 চোখ ঘন ঘন পানি পড়ে, চোখ মিটমিট করার প্রবণতা থাকে।
🔹 চোখের পাতার প্রান্তে ক্ষত হয় এবং কর্নিয়ায় ফোস্কা পড়তে পারে।
🔹 সন্ধ্যায় ও উষ্ণতায় সমস্যা বাড়ে, তবে মুক্ত বাতাসে স্বস্তি মেলে।

3️⃣ Spigelia

🔹 চোখে স্নায়বিক যন্ত্রণা অনুভূত হয়।
🔹 চেপে ধরা ব্যথা থাকে, যা চোখকে ঘুরিয়ে ফেলে।
🔹 চরম আলোকাতঙ্ক থাকে, চোখ স্পর্শে সংবেদনশীল হয়ে পড়ে।
🔹 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা বৃদ্ধি পায়।

4️⃣ Apis Mellifica

🔹 চোখের পাতায় ফোলা ও জ্বালাযুক্ত চুলকানি হয়।
🔹 অঞ্জনীর পুনরাবৃত্তি প্রতিরোধ করে।
🔹 অক্ষিগোলকে ব্যথাসহ পাতলা তরল নিঃসরণ হয়।
🔹 শীতল পানিতে ধুলে ও মুক্ত বাতাসে স্বস্তি মেলে।

5️⃣ Merc Sol

🔹 উপদংশ (Syphilis) রোগীদের চোখের সমস্যা হলে কার্যকর।
🔹 চোখের পাতা মোটা, লাল, ফোলা হয়ে যায়।
🔹 প্রচুর জ্বলন্ত ও দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ হয়।
🔹 ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় সমস্যা বাড়ে।

6️⃣ Ambrosia

🔹 এলার্জিজনিত চোখের সমস্যা সমাধানে কার্যকর।
🔹 চোখের পাতায় অসহনীয় চুলকানি থাকে।
🔹 হালকা ব্যথা ও জ্বালার সঙ্গে পানি পড়ে এবং নাক দিয়ে রক্ত যেতে পারে।
🔹 বুকের মধ্যে সাঁইসাঁই শব্দসহ কাশি থাকতে পারে।

7️⃣ Ruta

🔹 চোখের টনটনানির সঙ্গে মাথাব্যথা হয়।
🔹 সূক্ষ্ম মুদ্রণ, সেলাই বা পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য উপকারী।
🔹 চোখে ব্যথাসহ লালচে গরম পানি আসে।
🔹 দৃষ্টিশক্তির সামঞ্জস্যহীনতা দেখা দেয়।

8️⃣ Silica

🔹 দিনের আলো চোখে ধারালো ব্যথা সৃষ্টি করে।
🔹 চোখের অগ্রভাগে পূঁজ তৈরি হয়, আইরিশ প্রদাহ হতে পারে।
🔹 পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করতে দেখা যায়।
🔹 ঠান্ডায় সমস্যা বাড়ে, কিন্তু উষ্ণতায় স্বস্তি পাওয়া যায়।

9️⃣ Hepar Sulph

🔹 কর্নিয়ার ক্ষতের ক্ষেত্রে কার্যকর।
🔹 পূঁজযুক্ত নেত্রপ্রদাহ ও চোখের পাতার প্রদাহ হলে উপকারী।
🔹 চোখের বলের সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
🔹 ঠান্ডা ও স্পর্শে ব্যথা বাড়ে, কিন্তু উষ্ণতায় আরাম পাওয়া যায়।

🔟 Agaricus

🔹 চোখের সামনে ফুল্কি উড়তে দেখা যায়, দ্বিত্ব দৃষ্টি হয়।
🔹 চোখের পাতায় ঝাঁকুনি অনুভূত হয়।
🔹 পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করতে দেখা যায়।
🔹 ঠান্ডা বাতাসে সমস্যা বেড়ে যায়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন