চোখে অস্ত্রোপচার, কালো চশমা পরে এসএসসি মামলায় আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন পার্থ

By Bangla News Dunia Dinesh

Published on:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC recruitment scam case)  কালো চশমা পরে আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল হাজিরা দেন তিনি। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এদিন আলিপুর আদালতে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীও।

এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ, অঙ্কিতা, পরেশ-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আদালতে। গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তাই এদিন কালো চশমা পরে ভার্চুয়াল হাজিরা দিয়েছেন পার্থ। নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে পার্থ জামিন পেলেও এখনও জেলমুক্তি নন তিনি। কারণ নবম-দশম, একাদশ-দ্বাদশের পাশাপাশি প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অভিযুক্ত পার্থ। এদিন শুনানিতে মামলা থেকে ফের অব্যাহতি চান পার্থ। গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ মামলাতেও নাম রয়েছে তাঁর। ২০২৪ সালের অক্টোবরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করে সিবিআই। সম্প্রতি এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সব মিলিয়ে চারটি চার্জশিট জমা পড়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন