চোখ কপালে ! ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে জালিয়াতির চক্র ফাঁস

By Bangla News Dunia Dinesh

Published on:

চোখ কপালে। এ যেন আস্ত ওয়ার হাউস! কি নেই সেখানে। ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে ব্র্যান্ডডেড কোম্পানির পোশাক, জুতো, গৃহস্থালির নানান নামিদামি সামগ্রী, মেয়েদের বিউটি প্রোডাক্ট পর্যন্ত। আর এই সবই রীতিমতো বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের গ্রাহকদের অর্ডারের সামগ্রী জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়ে দিব্যি বিক্রি করার জালিয়াতি চক্র চলছিল দীর্ঘদিন ধরেই। আর সেই চক্রই হাতেনাতে ফাঁস করে দিয়ে বিপুল পরিমাণ চোরাই অনলাইন সামগ্রী সহ চক্রের ২ পান্ডাকে গ্রেপ্তার (Arrest) করতে সক্ষম হল মুর্শিদাবাদ পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার (Berhampore) অন্তর্গত নওদা এলাকায়। ধৃত দুজনের নাম রসিদুল বিশ্বাস, সলমন মণ্ডল। ধৃতদের ধরে জেরা করতে চোখ কপালে উঠেছে তদন্তকারী কর্তাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, এই জালিয়াতি করতে তারা এক বড়সড় ফাঁদ তৈরি করেছিল। সেইমত বড় বড় ই-কমার্স সাইটে রিটার্ন পলিসির মাধ্যমে যে সরঞ্জাম ফেরত যায় সেই সমস্ত সরঞ্জাম পুনরায় থার্ড পার্টিকে বিক্রি করে বলে অভিযোগ। বেলডাঙার এসডিপিও উত্তম গড়ায়ের নেতৃত্বে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ইলেকট্রিক মোটর থেকে পোর্টেবল হ্যান্ড ড্রিল মেশিন, ওয়াটার পাম্প, ডাইয়িং মেশিন, মার্বেল কাটিং মেশিন, পাম্প সেট, ব্র্যান্ডেড জুতো। ধৃতদের এদিন বহরমপুর আদালতে (Court) তোলা হলে বিচারক তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন