Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মানসিক দিক থেকে কিছুটা সুবিধা পেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা। প্লেয়ারদের দাবি মেনে বিসিসিআই পরিবারকে নিয়ে তৈরি নিজেদের নিয়ম কিছুটা হলেও শিথিল করল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই যেই নিয়ম জারি করেছিল, তার মধ্যে অন্যতম ছিল সফরের সময় পরিবারের সদস্যদের প্লেয়ারদের সঙ্গে না থাকা।
বর্ডার গাভাসকর ট্রফির পর বিসিসিআই টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য ১০ দফা নির্দেশ নিয়ে আসে। যেখানে প্লেয়ারদের অতিরিক্ত লাগেজ থেকে শুরু করে সফরে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী, রাঁধুনিকে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। টিম বন্ডিং বাড়াতেই ছিল এই সিদ্ধান্ত। তবে এই ১০ দফা নির্দেশের মধ্যে একটা বিষয় নিয়ে সকলের আপত্তি ছিল। সেটা হচ্ছে পরিবার। বিসিসিআই জানিয়েছিল, পরিবারের সদস্যদের সফরের সময় রাখা যাবে না। যদি সেই সফর দেড় মাসের বেশি হয় সেক্ষেত্রে দুই সপ্তারহের জন্য রাখা যাবে।
সূত্রের খবর, এই নির্দেশে আপত্তি তোলেন অনেক ক্রিকেটার। তাঁদের পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয় নিয়মে পরিবর্তন আনার জন্য। প্লেয়ারদের থেকে আবেদন পেয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফির ২ দিন আগে নিয়মে পরিবর্তন আনল বোর্ড। রিপোর্টে প্রকাশ, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্লেয়ারদের অনুমতি দিয়েছে পরিবারের সদস্যদের নিজের সঙ্গে রাখার জন্য। তবে এটার জন্য রয়েছে একটা শর্ত।
আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত