Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। তৃতীয় দফার লকডাউনে বার বার হতাশ করছে সোনার দাম বৃদ্ধি। মে-র প্রথমে সোনার দাম কিছুটা নিম্নমুখী হলেও তা আবার উর্দ্ধমুখী হতে শুরু করেছে।
মনে করা হচ্ছিল , যদি এইভাবে লকডাউন চলতে থাকে সোনার দাম ২০২১ সালে লাখের গন্ডি ছুতে পারে। এদিকে আজ ফের বাড়লো সোনার দাম। এমসিএক্স জুন গোল্ড ফিচার আজ ০.৩ শতাংশ বেড়েছে। ফলে বাজার খোলার সাথে সাথে সোনার দাম ৪৬ হাজার ৮০০ টাকা ছুঁয়েছে।
আরো পড়ুন : – ইমিউনিটি পাসপোর্টের সন্ধানে ব্রিটেন
এই ভাবে গেলে ৪৭ হাজারের গন্ডি ছুঁতে পারে। তবে কলকাতায় আজ সোনার দাম ৪৭ হাজার ১০০ টাকা ছুঁয়েছে। এটা ২৪ ক্যারেট সোনার দাম। কিন্তু ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ২১০ টাকা।
আরো পড়ুন : – টানা লকডাউন ‘বিশাল ভুল’ , বললেন নোবেল জয়ী
অন্যান্য শহরে সোনার দাম হলো , চেন্নাইতে ২৪ ক্যারাট সোনার দাম ৪৭ হাজার ৭৬০ টাকা। মুম্বাইতে সোনার দাম ৪৬ হাজার ২১০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৭ হাজার ২১০ টাকা। এদিকে কেজি প্রতি রুপোর দাম ৬১৫ টাকা বেড়েছে। ফলে ৪৪ হাজার ৭৫০ টাকা প্রতি কেজি রুপোর দাম।
Highlights
- চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম
- এই ভাবে গেলে ৪৭ হাজারের গন্ডি ছুঁতে পারে
- কলকাতায় আজ সোনার দাম ৪৭ হাজার ১০০ টাকা ছুঁয়েছে
- কেজি প্রতি রুপোর দাম ৬১৫ টাকা বেড়েছে