ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভোটের চাকা ঘুরল সেই পরিবর্তনের গড় নন্দীগ্রামেই। পূর্ব মেদিনীপুরে একটি সমবায় ভোটে এবার নিরঙ্কুশ পেল বিজেপি। খাতাই খুলতে পারল না রাজ্যের শাসক দল তৃণমূল ! ‘আমাদের কর্মীরা নন্দীগ্রামে লাড্ডু বিতরণ করবেন’, ঘোষণা করলেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারীরা। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে রীতিমত অক্সিজেন পেল পদ্ম শিবির যা তাদের কাছে তাৎপর্য পূর্ণ

আরও পড়ুন : সেপ্টেম্বর থেকে আর দেশে মিলবে না ৫০০ টাকার নোট ! কী বলছে RBI ?

হাইকোর্টের নির্দেশে ভোট হল নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ১২ আসনের মধ্যে ১২ টিতেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই। একটি আসনও দখল করতে পারল না তৃণমূল। যার ফলে আগামী নির্বাচনের আগে জোর ধাক্কা খেল শাসক দল তৃণমূল

এই জয়ে রীতিমতো আনন্দের ঢেউ ওঠেছে গেরুয়া শিবিরে। ভোটের আগেই শুভেন্দু ঘোষণা করেছিলেন, ‘সব আসনে জিতব, লাড্ডু বিতরণ করব’। বাস্তবে হলও তাই। এদিন বিরোধী দলনেতা বলেন, ‘আমি কলকাতায় যাচ্ছি, তবে আমাদের কর্মীরা নন্দীগ্রামে লাড্ডু বিতরণ করবেন’।

আরও পড়ুন : যৌন অক্ষমতার সমস্যায় সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন