Bangla News Dunia, Pallab : ছাত্রীদের সঙ্গে ঝামেলা, মারধরের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুন্দিপুর এলাকার ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১২ জন ছাত্রী। ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ (Rampurhat Police)।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
জানা গিয়েছে, ওই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সঙ্গে বেশ কিছুদিন ধরে ক্ষমতা দখল নিয়ে ঠান্ডা লড়াই চলছিল স্কুলেরই জীববিদ্যার শিক্ষক খুরশেদ আলম ও তাঁর স্ত্রী মাসুমা আলমের। বৃহস্পতিবার স্কুলে অভিযুক্ত ওই শিক্ষক পড়াতে গেলে ছাত্রীরা তার ক্লাস করতে রাজি হয়নি। অভিযোগ, তারপরই ছাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই শিক্ষক ও তাঁর স্ত্রী। সেই সময় অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রী ছাত্রীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাতে অসুস্থ হয়ে পড়ে স্কুলের ১২ জন ছাত্রী। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে (Rampurhat Government Medical College & Hospital) ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক বা তাঁর স্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্কুলটির মালিক মহম্মদ ডালিম জানান, সমাজের কিছু মেয়েকে শিক্ষার আলো দিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়। সব ঠিকই ছিল। খুরশেদ আলম নামে এক শিক্ষকের কারণে স্কুলে অশান্তি হচ্ছে। উনি স্কুলের ম্যানেজার পদে আসীন হতে চাইছেন। এনিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছে। এদিন ছাত্রীরা তাঁর ক্লাস করতে রাজি হয়নি। সেই কারণে ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী ছাত্রীদের মারধর করে। স্কুলের হস্টেল ইনচার্জ নূরে নাইরা বলেন, ‘একটা গণ্ডগোল হয়েছে। কেন ওই শিক্ষক এমন করলেন বলতে পারব না।’ ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র