Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপের খবর (LG Scholarship). শিক্ষার্থীরা এই বৃত্তির মাধ্যমে পাবেন এক লাখ টাকার আর্থিক সাহায্য। বিশেষ করে কলেজ পড়ুয়াদের জন্য এই স্কলারশিপটি। এই স্কলারশিপের নাম LG electronic India private limited. আজকের প্রতিবেদনে রইল এই স্কলারশিপের সম্পূর্ণ ডিটেলস। আবেদন করলে কত টাকা পাওয়া যাবে? কারা এখানে আবেদন করতে পারবেন? এখানে আবেদন জমা করার পদ্ধতি কী? জানতে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন।
LG Scholarship Scheme Details
এলজির তরফে চালু করা এই স্কলারশিপের নাম হল লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম। অন্যান্য স্কলারশিপ স্কিমের মতো এখানেও কিছু যোগ্যতা এবং আবেদন পদ্ধতি রয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা বয়সসীমায় এই স্কলারশিপে আবেদন করা যাবে সেটি আগের থেকে জেনে নিন। অন্যান্য সকল বৃত্তি প্রকল্পের মতো এক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণ করার জন্য এই স্কলারশিপ চালু হয়েছে। এই স্কলারশিপের দ্বারা বর্তমানে অনেকেই উপকৃত হয়েছেন। যারা এখনো আবেদন করেননি তাঁরা অতি শীঘ্রই নিজেদের আবেদন সাবমিট করুন।
স্কলারশিপের অর্থের পরিমাণ কত?
স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে যে, এই স্কলারশিপে প্রদত্ত অর্থের পরিমাণ কত। সেক্ষেত্রে জেনে রাখা দরকার যে, যারা গ্র্যাজুয়েট করছেন সেই সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপে পাবেন ৫০ হাজার টাকা। আর যারা মাস্টার্সের জন্য আবেদন করেছেন, মাস্টার্স পড়ছেন সেই স্টুডেন্টরা এই স্কলারশিপে পাবেন ১ লক্ষ টাকা।
স্কলারশিপের আবেদন যোগ্যতা
প্রত্যেকটি স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
- যে সকল ছাত্র-ছাত্রীরা গ্রাজুয়েশন স্তরের পড়াশোনা করছেন অথবা স্নাতকোত্তর স্তরে পড়ছেন তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিকে ৬০% শতাংশ নম্বর প্রয়োজন।
- যে সকল স্টুডেন্টরা সেকেন্ড , থার্ড ও ফোর্থ ইয়ারে ৬০% নম্বর পেয়েছেন তাঁরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- তবে এটা মনে রাখা দরকার যে, সকল প্রার্থীদের বাবা-মা buddy4study এবং LG electronic India private limited এ কর্মরত তারা কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবেন না।
- এই স্কলারশিপের আবেদনকারী প্রার্থীর বাবা মায়ের বার্ষিক ইনকাম ৮ লাখের বেশি হলে সেই ছাত্র-ছাত্রীরা স্কলারশিপটি পাবেন না।
স্কলারশিপে কীভাবে আবেদন করবেন?
প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অনলাইন ওয়েবসাইট buddy4study তে। তারপর সেখানে রেজিস্টার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পেজ ওপেন করুন। সেখানে নিজের মেইল আইডি ও ফোন নম্বর দিন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করুন। এরপর প্রিভিউ অপশনে ক্লিক করে আপনার আবেদন পত্র সাবমিট করে দিন।
উপসংহার: ছাত্র-ছাত্রীদের জন্য এলজি স্কলারশিপ একটি সুবর্ণ সুযোগ হতে পারে। উপরোক্ত নির্দেশ মেনে আবেদন যোগ্যতায় চোখ বুলিয়ে নিয়ে এই স্কলারশিপে নিজের আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিশনের সময়সীমা দেখে নিন। সেই অনুযায়ী নিজের আবেদন জমা করুন।
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য