ছাত্র-ছাত্রীরা পাবে 10 হাজার টাকা ! জানুন কিভাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নবান্ন স্কলারশিপ বা বৃত্তি হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রান্তহবিল (CMRF) দ্বারা পরিচালিত একটি আর্থিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পটভূমিতে পড়াশোনারত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করা হয় আর্থিকভাবে। যে ব্যক্তিটা সারা রাজ্য জুড়ে সমস্ত স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য উপলব্ধ রয়েছে বর্তমানে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

এখন প্রশ্ন হচ্ছে কি কি যোগ্যতা থাকলে পশ্চিমবঙ্গ ত্রান্তহ বিলে এই নবান্ন ব্যক্তি বা স্কলারশিপে আবেদন করা ? কত টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়া যাবে স্কলারশিপের ? আবেদন পদ্ধতি কি কি রয়েছে ? তাহলে চিন্তার কোন কারণ নেই। আমরা এই প্রতিবেদনে আপনার মনে জমে থাকা যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে এবং এই স্কলারশিপ সম্বন্ধে আপনার সমস্ত রকম সাহায্য করবে। সুতরাং দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই পড়বেন।

কি কি যোগ্যতা প্রয়োজন এখানে আবেদন করতে হলে : পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা দেওয়া এই বৃত্তিবাস স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তি বা শিক্ষার্থীর বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন পরবে। সেগুলি হল –

  • আবাসিকতা : আবেদনকারী শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষাগত পারফরমেন্স : উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করতে হলে শিক্ষার্থীকে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 50% থেকে 60% এর মধ্যে নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতক স্তরে আবেদন করতে হলেও একই নিয়ম প্রযোজ্য থাকবে। কিন্তু স্নাতকোত্তর তোরে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে স্নাতক স্তরে 50% থেকে 53 % এর মধ্যে নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় : আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ্য 20 হাজার টাকার কম।
  • কোর্সে ভর্তি : পশ্চিমবঙ্গের একটি নিয়মিত পুনরকালীন করতে নিবন্ধিত হতে হবে।, যার মধ্যে সাধারণ ডিগ্রী কোর্স এবং ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আইন, ফার্মেসি এবং নার্সিং এর মত পেশাদার প্রোগ্রাম গুলীয় সুবিধা পাবে ।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

বৃত্তির পরিমাণ

স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য (সাধারণ কোর্স): প্রতি বছর ₹১০,০০০।
পেশাদার কোর্সের শিক্ষার্থীদের জন্য (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ইত্যাদি): প্রতি বছর ₹১২,০০০ পর্যন্ত (যাচাইয়ের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়)।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন