‘ছাবা’র জন্য স্পেশাল স্ক্রিনিং ! উপস্থিত থাকবেন মোদী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভিকি কৌশলের (Vicky kaushal) অভিনয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনেতার জন্য বিশেষ উদ্যোগ নিলেন নমো। আগামী ২৭ মার্চ ‘ছাবা’ ছবির স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করল কেন্দ্র। যেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি (Pm modi) সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

প্রধানমন্ত্রী সব সময় সংস্কৃতি, শিল্পকলাকে সম্মান করেন। বিশ্বজুড়ে ভারতের শিল্প-সংস্কৃতির যে খ্যাতি  সে কথা বরাবরই মোদির বক্তব্যে শোনা গেছে। এদিকে, ছাবা ছবিতে মারাঠা রাজত্বের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ইতিহাসকে সাক্ষী করতেই এই ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এর আগেও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিক্রান্ত মেসির ‘সবরমতী এক্সপ্রেস’ ছবিটি দেখেছিলেন প্রধানমন্ত্রী। ছবি দেখার পর তাঁর এক্স হ্যান্ডেলে ছবির প্রশংসাও করেছিলেন।

উল্লেখ্য, পরিচালক লক্ষণ উৎরেকর পরিচালিত ‘ছাবা’ (Chhaava) সিনেমায় ভিকি কৌশল ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, রশ্মিকা মান্দানা, আশুতোষ রানার মতো অভিনেতারা। ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস কাঁপিয়ে এবার সংসদে ঝড় তুলতে প্রস্তুত ‘ছাবা’। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় বেজায় খুশি ভিকি এবং তাঁর টিম।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন