ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মমতার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চালু হবে ২ অগাস্ট থেকে।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনি লড়াইয়ের রূপরেখা কার্যত এঁকে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এদিন কেন্দ্রকে ফের আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘সরকারের সব দপ্তর মিলিয়ে যে কাজগুলি চলছে, সেগুলি চলবে। আমরা যতটা টাকা জোগাড় করতে পারব, তেমনভাবে হবে। এখনতো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে। গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন।’ নতুন কর্মসূচির কথা বলতে গিয়ে ‘দুয়ারে সরকারের’ প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা রাস্তার প্রয়োজন- এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন