ছাব্বিশের ভোটের আগেই প্রশাসনিক রদবদল, রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, প্রধান সচিব হলেন মনোজ পন্থ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

একদিকে নতুন বছর অপরদিকে ছাব্বিশের ভোটের প্রহর।  নবান্ন থেকে যে প্রশাসনিক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিছকই রদবদল বলার সুযোগ থাকছে না।   রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী।  এই প্রথম কোনও মহিলা এই প্রশাসনিক আধিকারিক রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হলো।  ১৯৯৪ ব্যাচের আই‌এ‌এস এই অধিকারিক পর্যটন দপ্তরের প্রধান সচিব পদে নিযুক্ত ছিলেন।

এদিকে, বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল সেক্রেটারি (প্রধান সচিব) পদে নিয়োগ করা হয়েছে।  পাশাপাশি, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেলেন রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনা।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন।  চলতি বছরের জুন মাসেই তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হলেও, কেন্দ্রীয় সরকারের অনুমোদনে আরও ছ’মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল।  সেই বর্ধিত মেয়াদও আজ বুধবার শেষ হয়।  এই নতুন পদে তাঁর পরিবর্তে নন্দিনী চক্রবর্তী নিযুক্ত করা হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন