Bangla News Dunia, Pallab : ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত (US ambassador to India) নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্প ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত সারজিও গোর (Sergio Gor)-কে। তিনি বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর পদে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ঘোষণা করেছেন, ‘সার্জিও ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্যে এশিয়ায়। সেখানে তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে কাজ করবেন। প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিও এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় ৪ হাজার জনকে নিয়োগ করেছেন। আমাদের দপ্তর এবং সংস্থাগুলি প্রায় ৯৫ শতাংশ পূর্ণ। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিও হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।’
সার্জিওকে ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেছেন, ‘বহু বছর ধরে উনি আমার পাশে আছেন। আমার হয়ে নির্বাচনি প্রচারে ছিলেন। আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন। আমাদের আন্দোলনকে সমর্থন করে অনেক কাজ করেছেন। আমেরিকার জনগণের কাছ থেকে আমরা যে দায়িত্ব পেয়েছি, তা বাস্তবায়নে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ভারত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকা’ বলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই অঞ্চলের জন্য তাঁর এমন কাউকে নিয়োগ করা প্রয়োজন ছিল, যাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।
প্রসঙ্গত, সার্জিও বরাবরই ট্রাম্প ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে বচসার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) যখন হোয়াইট হাউসের পদ ছেড়ে দিয়েছিলেন, তখন সার্জিওকে তিনি ‘সাপ’ বলে উল্লেখ করেছিলেন।