ছুটবে ট্রেন, নীচ দিয়ে চলবে জাহাজ ! লিফট সেতুর উদ্বোধন করলেন মোদি    

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রামেশ্বরমকে দেশের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়তে একটি সেতু নির্মাণের পরিকল্পনা ছিল বিজেপি শাসিত কেন্দ্রের। বহু প্রতীক্ষিত এই পামবান সেতুর উদ্বোধন হয়ে গেল রবিবার। রামনবমীর দিন দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্রের ওপর নির্মিত এই অত্যাধুনিক সেতুটির নির্মাণ সম্পন্ন করতে সময় লাগল দীর্ঘ প্রায় ৫ বছর। সেতুটির উপর দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচলই নয়, নীচ দিয়ে চলাচল করতে পারবে জাহাজও।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

পুরাণে উল্লেখ আছে যে জায়গায় রামসেতুর নির্মাণ হয়েছিল সেই জায়গাটির নাম রামেশ্বরম। রামেশ্বরমকে দেশের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়তে সমুদ্রের ওপর আধুনিক প্রযুক্তিতে পামবান সেতু নির্মাণ করল রেল বিকাশ নিগম লিমিটেড। এই পামবান সেতুর বিশেষত্ব হল এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। তামিলনাড়ুর মূল ভুখণ্ডের সঙ্গে রামেশ্বরম বা ধনুষকোটির যোগাযোগের জন্য একটি সাধারণ সেতু থাকলেও যা ২০২২ সালের পর থেকে বন্ধ ট্রেন চলাচল। এবার সেটার বদলে নতুন পামবান সেতুর উদ্বোধন হল।

২০১৯ সালে শুরু হয় সমুদ্রের উপর নতুন সেতু নির্মাণের কাজ। সেতুটির নির্মাণ কাজ শুর হয়েছিল ২০১৯ সালে। শেষ হল ২০২৫এ।  নির্মাণে খরচ পড়েছে মোট ৫৩৫ কোটি টাকা। সমুদ্রের উপর নির্মিত এই সেতুতে যেমন ট্রেন চলাচল করতে পারবে, তেমনই নিচের সমুদ্র দিয়ে জাহাজ চলাচলেও অসুবিধা হওয়ার কথা নয়।

জানা গিয়েছে, ভারতের মূল ভুখণ্ডের সঙ্গে রামেশ্বরমের সংযোগস্থাপনকারী সেতু পামবান। সেতুটির দৈর্ঘ্য প্রায় ২.০৮ কিলোমিটার। দু’প্রান্তের প্রায় ৩৫ মিটার উঁচু স্তম্ভ থেকে সেই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন